অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত জানার অধিকার রয়েছে দেশের সাংসদদের। এই দাবি করে সংসদের অধিবেশন ডাকার দাবিতে সরব হয়েছে তৃণমূল। আর তৃণমূলের এই দাবির পালটা মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে রাজ্য বিধানসভার অধিবেশন ডাকার দাবি তুলল বিজেপি। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে একথা বলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে জগন্নাথবাবু বলেন, ‘এরাজ্যের হিন্দুদের যে ভাবে নিজভূমে পরবাসী হতে হচ্ছে সেটা নিয়ে বিধানসভায় একটা পূর্ণাঙ্গ আলোচনা হোক। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে সর্বদলীয় প্রস্তাব গ্রহণ করে পশ্চিমবঙ্গে যেখানে কাশ্মীরের মতো পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা করে সর্বসম্মত নিন্দা প্রস্তাব গ্রহণ করে তা দিল্লিতে পাঠানো হোক।’
মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দোস্তিদার বলেন, ‘অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দোস্তিদার বলেন। পহেলগাঁও হামলায় যারা জড়িত তারা এখনও গ্রেফতার হয়নি। কেন হামলা রোখা গেল না? সেনার গোয়েন্দা ও স্বরাষ্ট্র দফতরের গোয়েন্দা দফতরের ভূমিকা কী ছিল তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রয়েছে। তাই আমরা সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে চিঠি দিয়েছি।’
গত এপ্রিলে মুর্শিদাবাদের ধুলিয়ান ও সামসেরগঞ্জে সাম্প্রদায়িক দাঙ্গায় আক্রান্ত হন হিন্দুরা। সেই হামলার তথ্যানুসন্ধানে কলকাতা হাইকোর্টের গঠন করা বিচারবিভাগীয় কমিটি জানিয়েছে। হামলার সময় পর পর ২ দিন আক্রান্তদের ফোন ধরেননি সামসেরগঞ্জ থানার ওসি। এমনকী আক্রান্তদের ঘরবাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার পর জলের লাইন কেটে দেওয়া হয়েছে। যাতে আগুন না নেভাতে পারেন আক্রান্তরা।