বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Foreigner having Covid-19 symptoms: বিমানবন্দরে র্যাপিড টেস্টে করোনা রিপোর্ট পজিটিভ বিদেশির, আনা হল বেলেঘাটা আইডিতে
পরবর্তী খবর
Foreigner having Covid-19 symptoms: বিমানবন্দরে র্যাপিড টেস্টে করোনা রিপোর্ট পজিটিভ বিদেশির, আনা হল বেলেঘাটা আইডিতে
1 মিনিটে পড়ুন Updated: 26 Dec 2022, 02:31 PM ISTAyan Das
Foreigner having Covid-19 symptoms: কলকাতা বিমানবন্দরে এক মহিলা যাত্রীর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষা করা হয়েছিল। তাতে রিপোর্ট পজিটিভ এসেছে। বিমানবন্দর সূত্রে খবর, ওই বিদেশি মহিলা অস্ট্রেলিয়া থেকে এসেছেন। তাঁর কাছে ব্রিটেনের পাসপোর্ট আছে।
করোনা উপসর্গ বিদেশি যাত্রীর! কলকাতা বিমানবন্দর থেকে আনা হল বেলেঘাটা আইডিতে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনোভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। তার জেরে কলকাতা বিমানবন্দর থেকে হাসপাতালে আনা হল এক বিদেশিকে। আপাতত তাঁকে বেলেঘাটা আইডিতে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে বলে সূত্রের খবর। বিমানবন্দর সূত্রে খবর, ওই বিদেশি মহিলা অস্ট্রেলিয়া থেকে এসেছেন। তাঁর কাছে ব্রিটেনের পাসপোর্ট আছে।
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বিমানবন্দরে ওই বিদেশি যাত্রীর (৪৮ বছর) করোনার উপসর্গ আছে। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। তারপরই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে নিয়ে করা হয় একাধিক স্বাস্থ্যপরীক্ষা। আপাতত তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে বলে বেলেঘাটা আইডি হাসপাতালে সূত্রে খবর। তবে বিষয়টি নিয়ে আপাতত রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে কিছু জানানো হয়নি।
এমনিতে কেন্দ্রের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে চিন, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর টেস্ট করতে হবে। অন্য দেশ থেকে আগত যাত্রীদের বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করার কোনও নির্দেশিকা জারি করা হয়নি। সতর্কতার ভিত্তিতে বেছে-বেছে কয়েকজন যাত্রীদের (বিদেশ থেকে আগত দুই শতাংশ যাত্রীর) করোনা পরীক্ষা করা হচ্ছে।
সেইমতো কলকাতা বিমানবন্দরেও করোনা পরীক্ষা হচ্ছে। বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, শনিবার সকাল থেকে রবিবার রাতের মধ্যে কলকাতা বিমানবন্দরে আসা প্রায় ১০০ জন বিদেশি যাত্রীর করোনা পরীক্ষা করা হয়েছিল। তবে কারও রিপোর্ট পজিটিভ আসেনি। তবে কারও রিপোর্ট পজিটিভ এলে, নিয়ম মোতাবেক তাঁকে আইসোলেশনে পাঠানো হত। চলত চিকিৎসা। সেইসঙ্গে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হত।
কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার বিদেশ থেকে আগত ৩৩ জন যাত্রীর করোনা পরীক্ষা হয়েছিল। রবিবার ৭০ জনের পরীক্ষা করা হয়েছিল বলে দাবি করেন বিমানবন্দরের ওই আধিকারিক। যে তালিকায় থাইল্যান্ড থেকে আগত যাত্রীরাও আছেন। সেইসঙ্গে অন্যান্য বিমানের যাত্রীদেরও আরটি-পিসিআর টেস্ট করানো হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের ওই আধিকারিক।