লোকসভা নির্বাচনের সময় আইনশৃঙ্খলা ঠিক রাখা থেকে শুরু করে নানা বিষয়ে কথা বলবেন তাঁরা। তারপরই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগেই একাধিক নির্দেশিকা পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কোনওভাবেই রাজনৈতিক প্রচারে শিশুদের ব্যবহার করা যাবে না বলে নির্দেশ জারি করা হয়েছে।
Ad
জাতীয় নির্বাচন কমিশন।
সামনেই লোকসভা নির্বাচন। যদিও এখন নির্ঘণ্ট প্রকাশ করেনি জাতীয় নির্বাচন কমিশন। তবে সেটা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তাই লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সূত্রের খবর, আগামী ৪ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। ৪–৬ মার্চ রাজ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখবেন তাঁরা। সর্বদলীয় বৈঠক হবে ৫ মার্চ সকালে। সেদিনই জেলাশাসকদের সঙ্গে বৈঠক রয়েছে। পুলিশ সুপারদের সঙ্গে তখন বৈঠক হবে। ৬ মার্চ রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি’র সঙ্গে বৈঠক হবে এবং পরে সাংবাদিক সম্মেলন করবে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। জাতীয় নির্বাচন কমিশনের বিস্তারিত সূচি ইতিমধ্যেই পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে।
এদিকে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন বলে সূত্রের খবর। আগেই আসার কথা ছিল। তবে বিশেষ কাজ থাকায় নির্বাচন কমিশন মার্চ মাসে আসছে। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে শুরু হয়েছে, রাজনৈতিক দলগুলির প্রচার। ভোট কবে হবে? সেটা এখনও স্পষ্ট না হলেও হাতে আর খুব বেশি সময় নেই। তারই মধ্যে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সুতরাং নির্বাচন কমিশনার–সহ সব আধিকারিকরা আসতে চলেছেন কলকাতায়। লোকসভা নির্বাচনের আগে সবরকম প্রস্তুতি খতিয়ে দেখবেন তাঁরা। তার পরই দিনক্ষণ ঘোষণা করা হবে।
অন্যদিকে এবার লোকসভা নির্বাচনে বাংলার উপর বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই পুলিশের কাছে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। তারপরই সব থানাকে রিপোর্ট দিতে বলেছে লালবাজার। এবার লোকসভা নির্বাচনের সময় বাংলায় দায়িত্বে থাকছেন বিশেষ নির্বাচনী আধিকারিক। আর দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি ইলেকশন কমিশনার নীতেশ কুমার ব্যাসকে। সূত্রের খবর, ফুলবেঞ্চ আসার আগে এই রাজ্যে ঘুরে যেতে পারেন তিনি। রাজ্য়ে পা রেখেই প্রথমে বৈঠক করার কথা রয়েছে জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে।
এছাড়া লোকসভা নির্বাচনের সময় আইনশৃঙ্খলা ঠিক রাখা থেকে শুরু করে নানা বিষয়ে কথা বলবেন তাঁরা। তারপরই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। তেমনই খবর পাওয়া যাচ্ছে। তার আগেই একাধিক নির্দেশিকা পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কোনওভাবেই রাজনৈতিক প্রচারে শিশুদের ব্যবহার করা যাবে না বলে নির্দেশ জারি করা হয়েছে। তারপরই নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের আসা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।