যুবভারতীতে ডার্বি দেখতে এসে মৃত্যু হল এক ইস্টবেঙ্গল সমর্থকের। ম্যাচ শুরুর কিছুক্ষণ পরেই হৃদরোগে আক্রান্ত হন বাগুইআটির ওই যুবক। রাত ন'টার পর তাঁর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ATKMB vs EB: ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে টানা ৭ নম্বর ডার্বি জিতল এটিকে মোহনবাগান
শনিবার ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) যুবভারতীতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। হায়দরাবাদে এফসি গোয়া এবং হায়দরাবাদ এফসির ম্যাচে বিদ্যুৎ বিভ্রাটের কারণে আটটা নাগাদ প্রথম লেগের ডার্বির কিক-অফ হয়। প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় গ্যালারিতে হৃদরোগে আক্রান্ত হন জয়শংকর সাহা নামে ওই যুবক। তাঁর মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। দ্রুত তাঁকে সামনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাত ৯ টার পর তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।
এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডার্বি
শনিবার যুবভারতীতে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে এটিকে মোহনাবাগান। গোল করেন হুগো বৌমাস এবং মনবীর সিং। তার ফলে টানা সাতটি ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল মোহনবাগান।
১) ২০২০ সালের ১৯ জানুয়ারি আই লিগে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়েছিল মোহনবাগান। বাগানের হয়ে ফুল ফুটিয়েছিলেন জোসেবা বেইতিয়া এবং বাবা দিওয়ারা। ইস্টবেঙ্গলের হয়ে একটি গোল করেছিলেন এসপাদা।