অনেকেই রাত করে বাড়ি ফেরেন। এমনকী রাতেও ডিউটিতে থাকেন অনেকে। কিন্তু রাতে কারোর অফিস থাকলে ফিরবেন কীভাবে? তবে ভুক্তভোগীদের দাবি, রাতের কলকাতায় বহু জায়গায় গণপরিবহণ মেলে না। এমনকী বালিতে একটু রাতের ট্রেনে নামার পরে কেউ যদি দমদমের দিকে আসতে চান তবে বাস পেতে চরম ভোগান্তি হয় তাঁদের।
একাধিক জায়গায় অটো সহ অন্যান্য যানবাহনও রাতে বন্ধ হয়ে যায়। কিছু জায়গায় রাত পর্যন্ত চালু থাকলেও দেখা যায় যে সেখানে ভাড়া ক্রমাগত বেশি চাওয়া হচ্ছে। তবে উৎসবের সময়তে রাতের দিকে বাস পাওয়া যায়। কিন্তু উৎসব মিটতেই আবার পরিস্থিতি যে কে সেই।
রাতের কলকাতায় বাস পাওয়া নিয়ে ঝামেলার শেষ থাকে না। এদিকে আরও একটা দুশ্চিন্তার বিষয় হল ১৫ বছর পেরিয়ে যাওয়ার পরে প্রচুর বাসকে এবার বাতিল করা হবে। তার জেরে কলকাতায় বাসের সংখ্য়া একধাক্কায় কমে যেতে পারে। পরিসংখ্য়ান বলছে কলকাতা শহরে প্রতিদিন প্রায় ৩৫০০ বাস যাতায়াত করে। আগামী মার্চ মাসের মধ্য়ে আরও প্রায় ১৫০০ বাস বাতিলের খাতায় চলে যাবে। সেক্ষেত্রে নতুন বাস কতটা আসবে তা নিয়ে সংশয় রয়েছে। সে্ক্ষেত্রে নতুন বাস যদি সেই অনুপাতে না আসে তবে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। গণপরিবহনের উপর বড় ধাক্কা লাগতে পারে।