নিট নিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা দেশ। নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে চলছে আন্দোলন। ইতিমধ্যেই এই ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। সেই বিতর্কের মধ্যে এবার নিটে সরকারি মেডিক্যাল কলেজে আসন পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল খাস কলকাতায়। এই অভিযোগে কলকাতার এক কোচিং সেন্টারের মালিককে গ্রেফতার করল পুলিশ। জানা যাচ্ছে, টাকা নিয়ে নিটে মেধা তালিকায় স্থান পাইয়ে দিয়ে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির প্রতিশ্রুতি দিয়েছিল ওই ব্যক্তি। ধৃতের নাম সৌরিশ ঘোষ। শেক্সপিয়র থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: NEET বন্ধ করে রাজ্যের হাতে তুলে দিন মেডিক্যাল এন্ট্রান্স, মোদীকে চিঠি মমতার
পুলিশের একজন আধিকারিক জানিয়েছেন, শেক্সপিয়ার সরণি থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃত কোনও চক্রের সঙ্গে জড়িত কি না তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। অভিযোগে ছাত্রীর বাবা দাবি করেছেন কোচিং সেন্টারের মালিক প্রতিশ্রুতি দিয়েছিল যে তার মেয়েকে সরকারি মেডিক্যাল কলেজে আসন পাইয়ে দেওয়া হবে। তবে তার জন্য মোটা টাকা দিতে হবে। সেই ফাঁদে পা দিয়ে মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখছিলেন তিনি।
সব মিলিয়ে ছাত্রীর বাবা প্রায় ১৬ লক্ষ ৮০ হাজার টাকা পাঠিয়েছিলেন ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে। শুধু তাই নয়, অভিযোগকারীর বিশ্বাস অর্জনের জন্য বেশ কিছু ভুয়ো নথিও তাকে পাঠাতে বলেছিল অভিযুক্ত সৌরিষ। তাতে জানানো হয়, ইতিমধ্যেই তার মেয়ের নাম রাজ্যের একটি সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য তালিকাভুক্ত হয়ে গিয়েছে । কিন্তু তা দেখে তার সন্দেহ হয় অভিযোগকারীর। এরপর তিনি বুঝতে পারেন প্রতারণা ফাঁদে পা দিয়েছেন। শেষ পর্যন্ত তিনি শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হলে তার পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।এদিকে, নিটে প্রশ্ন ফাঁসের তদন্তে দুই সদস্যের সিবিআই দল বিহার পুলিশের ইকোনমিক অফেন্সেস ইউনিট (ইইউ) থেকে যাবতীয় তথ্য ও নথি সংগ্রহ করেছে। আর কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।