দেশের সবচেয়ে কঠিন চাকরির পরীক্ষা হল ইউপিএসসি। মঙ্গলবার সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে বাংলা থেকে মেধা তালিকায় স্থান পেয়েছেন পাঁচ জন। এছাড়াও আরও অনেকে সাফল্য অর্জন করেছেন বাংলা থেকে। এর পিছনে বড় ভূমিকা রয়েছে রাজ্য সরকার পরিচালিত কোচিং সেন্টারের। মেধা তালিকায় স্থান পাওয়া বাংলার পাঁচ জন রাজ্য সরকারি কোচিং সেন্টার থেকে কোচিং পেয়েছেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলা থেকে ইউপিএসসি পরীক্ষায় সফল হওয়া এবং মেধা তালিকায় স্থান পাওয়া সকলেই শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: UPSC সিভিল সার্ভিসে প্রথম শক্তি! সেরা পাঁচের ৩ জনই মেয়ে, মেধাতালিকায় কাদের নাম?
২০২৪ সালের ইউপিএসসি পরীক্ষায় চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার। তাতে সফল হয়েছেন ১০০৯ জন প্রার্থী। মঙ্গলবার ইউপিএসসি-এর যে চূড়ান্ত ফলাফলের তালিকায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন শক্তি দুবে। আর হর্ষিতা গোয়েল রয়েছেন দ্বিতীয় স্থানে। ইউপিএসসি পরীক্ষায় পশ্চিমবঙ্গ থেকে যে পাঁচজন মেধা তালিকায় নিজেদের জায়গা দখল করে নিয়েছেন তাঁরা হলেন- মেঘনা চক্রবর্তী (র্যাঙ্ক ৭৯), সহর কুমার (র্যাঙ্ক ১৫৩), পারমিতা মালাকার (৪৭৭), রাজদীপ ঘোষ (৭৮৯) এবং প্রবীণ কুমার (৮৩৭)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স কৃতীদের শুভেচ্ছা জানিয়েছে লিখেছেন, ‘আমাদের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার থেকে কোচিং সহায়তা পেয়ে ইউপিএসসির সিভিল সার্ভিসেস পরীক্ষায় উজ্জ্বল ফলাফলের জন্য পশ্চিমবঙ্গের প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা। মেঘনা চক্রবর্তী, সহর কুমার, পারমিতা মালাকার, রাজদীপ ঘোষ এবং প্রবীণ কুমার আমাদের রাজ্য সরকারি কোচিং পেয়েছেন এবং ভালো ফলাফল করে আমাদের জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁদের এখন আইএএস অথবা আইপিএস সহ অন্যান্য শীর্ষ পরিষেবায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।’ মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘পশ্চিমবঙ্গ থেকে আরও অনেকে আছেন যারা সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাফল্য পেয়েছেন। এই কৃতিত্বের জন্য তাঁদের ধন্যবাদ।’