স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল আগেই, এবার চিংড়িঘাটা উড়ালপুল মেরামতির কাজ শুরু করবে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। দ্রুতই এই কাজ শুরু করা হবে বলে কেএমডিএ সূত্রে জানা গিয়েছে। প্রায় এক মাস ধরে চলবে উড়ালপুল মেরামতির কাজ। তবে এর জন্য যান চলাচলে কোনও সমস্যা হবে না।
কেএমডিএ-র আধিকারিকরা জানিয়েছেন, প্রায় এক মাস ধরে এই কাজ চলবে। যেখানে উড়ালপুলের স্টিলের গার্ডারকে শক্তিশালী করা হবে, গ্রাউটিং করা হবে। এছাড়াও, ফ্লাইওভারের ওজন কমানোর জন্যও কাজ করা হবে। এই সমস্ত কাজের জন্য প্রায় ১.২ কোটি টাকা খরচ ধার্য হয়েছে বলে কেএমডিএ সূত্রে জানা গিয়েছে।
পাশাপাশি উড়ালপুলের ধারণ ক্ষমতা আরও কিছুটা বাড়ানোর জন্য কাজ করা হবে। এর জন্য উড়ালপুলের ইস্পাত প্লেটগুলি মেরামত করে আরও শক্তিশালী করা হবে। এক আধিকারিক জানিয়েছেন, মেরামতের মূল লক্ষ্য হল উড়ালপুলের কাঠামোকে যতটা সম্ভব শক্তিশালী করা। যাতে এটি যানবাহনের চাপ সহ্য করতে পারে এবং আরও কয়েক বছর ব্যবহার করা যেতে পারে। প্রায় এক মাস কাজ চলবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সেইসঙ্গে, উড়ালপুলে হালকা যানবাহন চলাচল অব্যাহত থাকবে। তবে প্রয়োজন হলে যান চলাচল আংশিক নিয়ন্ত্রণ করা হবে।