আগামী ১৬ অগস্টের মধ্যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে বোর্ড গঠনের কাজ শেষ করতে হবে। সে ক্ষেত্রে জয়ীদের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠানোর জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী ১৬ অগস্টের মধ্যে বোর্ড গঠন করে ফেলতে হবে।’
জয়ের পর আনন্দ তৃণমূলের
বোর্ড গঠনব নিয়ে ভাগ্য আদালতের হাতে ঝুলে রয়েছে। আগামী ১৭ অগস্ট সেই মামলার পরবর্তী শুনানি। তারই মধ্যে আগামী ১৬ অগস্টের মধ্যে পঞ্চায়েত বোর্ড গঠনের নির্দেশ দিল নবান্ন। এই মর্মে সমস্ত জেলা শাসক এবং বিডিওদের নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। পঞ্চায়েতের তিনটি স্তরে ওই সময়ের মধ্যে বোর্ড গঠন করতে বলা হয়েছে নির্দেশিকায়। প্রসঙ্গত, পঞ্চায়েত নিয়ে আদালতে মামলা চললেও বোর্ড গঠন নিয়ে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। এই অবস্থায় বোর্ড গঠন করে ফেলতে বলল নবান্ন।
নবান্নের তরফে জারি করা নির্দেশে জানানো হয়েছে, আগামী ১৬ অগস্টের মধ্যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে বোর্ড গঠনের কাজ শেষ করতে হবে। সে ক্ষেত্রে জয়ীদের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠানোর জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী ১৬ অগস্টের মধ্যে বোর্ড গঠন করে ফেলতে হবে। না হলে সেগুলি বিডিও এবং জেলা শাসকদের হাতে চলে যাবে।’ উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনেও ১৬ অগাস্টের মধ্যে বোর্ড গঠন করা হয়েছিল।
অন্যদিকে, পঞ্চায়েত ভোটে অশান্তির প্রসঙ্গ উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি চেয়েছিলাম পঞ্চায়েত নির্বাচন অরাজনৈতিকভাবে হোক। ২২ টি জেলার মধ্যে ৭টি জেলায় অশান্তি হয়েছে। এটা মোটেই কাম্য নয়। বিজেপি এবং সিপিএম পঞ্চায়েতে রাজনীতি ঢুকিয়ে দেয় এবং এমনভাবে করায় যে একই পরিবারের অনেকেই একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়।’ এদিন মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণভাবে বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন।