প্রায় এক দশকেরও বেশি সময় আগে কলকাতার হেস্টিংস এলাকায় এক নৃশংস ঘটনায় রাজ্যজুড়ে আলোড়ন পড়ে গিয়েছিল। আড়াই বছরের এক শিশুকে ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় দোষী সাব্যস্ত সুরেশ পাসোয়ানকে আগেই মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। সেই মৃত্যুদণ্ড রদ করে দিল কলকাতা হাইকোর্ট। তার পরিবর্তে দোষীর যাবজ্জীবন কারাদণ্ড দিল হাইকোর্ট। (আরও পড়ুন: বাংলাদেশে পাঠানো হয়েছিল ভারতীয়কে, পরে ভুল বুঝে ব্যক্তিকে দেশে ফেরাল BSF)
আরও পড়ুন: 'মদ খাইয়ে বেঁহুশ করে মহিলাকে ধর্ষণ, ভিডিয়ো ভাইরাল করার হুমকি', গ্রেফতার এএসআই
বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানায়, অপরাধীর দোষ প্রমাণিত। তবে অপরাধীর আর্থ-সামাজিক পটভূমি, অপরাধমূলক ইতিহাসের অনুপস্থিতি এবং মানসিক অবস্থা বিবেচনা করে মৃত্যুদণ্ডের সাজা উপযুক্ত নয়। এরপরেই ডিভিশন বেঞ্চ অপরাধীর মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, এই অপরাধ মানবতার বিরুদ্ধে। তবে অভিযুক্তের আর্থ-সামাজিক অবস্থা, মানসিক অবস্থা ও পূর্ব অপরাধের অনুপস্থিতি মৃত্যুদণ্ডের মতো চরম শাস্তি দেওয়া ঠিক নয়। (আরও পড়ুন: বকেয়া ডিএ না মিটিয়ে কি ফের আদালতে রাজ্য? মামলা নিয়ে সামনে এল বড় দাবি)
ঘটনাটি ঘটে ২০১৩ সালের ২০-২১ জুলাই রাতে। হেস্টিংস ফ্লাইওভারের নিচে তার ঠাকুমার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় শিশুটি নিখোঁজ হয়। পরদিন সকালে রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের (আরসিটিসি) কাছে একটি ড্রেনে তার মৃতদেহ পাওয়া যায়। ২১ জুলাই করা ময়নাতদন্তে একাধিক আঘাতের চিহ্নসহ যৌন নির্যাতন ও শ্বাসরোধের প্রমাণ মেলে। সেই ঘটনায় গ্রেফতার করা হয় পাসোয়ানকে। মামলা শুরু হয় কলকাতা নগর দায়রা আদালতে। (আরও পড়ুন: BSF-এর জালে ২ হিন্দু সহ ৫ বাংলাদেশি, অনুপ্রবেশকারীদের ফেরানো হল নিজেদের দেশে)