বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে কলকাতা পুরসভা পৃথক কমিটি তৈরি করা হয়েছে। আর অ্যাপ তৈরির কাজ শেষের পথে। মেয়র ফিরহাদ হাকিম বারবার বেআইনি নির্মাণের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এবার বেআইনি নির্মাণ নিয়ে কঠোর পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। শহরের ৮টি বেআইনি নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আর তাতেই শহরে এখন শোরগোল পড়ে গিয়েছে। আজ, শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। অবিলম্বে ওই বেআইনি নির্মাণগুলিতে বিদ্যুৎ এবং জল পরিষেবা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তাঁরা। আর সেখানে যাঁরা বসবাস করেন তাঁদেরও উচ্ছেদের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ কার্যকর করতে হবে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং সিইএসসিকে। আগামী ২৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।
শহরে বেশ কিছু এনিমি প্রপার্টি রয়েছে। তার সঙ্গে বেআইনি নির্মাণও আছে। এসব নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। ওই মামলার শুনানিতে কেশবচন্দ্র স্ট্রিটের ৬টি, রাজা রাজনারায়ণ স্ট্রিটের ১টি, গিরিশ বিদ্যারত্ন লেনের ১টি সম্পত্তির কথা উল্লেখ রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ একটি টাস্কফোর্স গঠন করে। ওই টাস্কফোর্স কতগুলি বেআইনি নির্মাণ আছে সেটা খতিয়ে দেখে থাকে। কতজন বাসিন্দা সেখানে আছেন সেটাও খতিয়ে দেখে টাস্কফোর্সের সদস্যরা। কলকাতা পুরসভার অনুমোদন ছাড়াই ওই সব নির্মাণ করা হয়েছে। কিন্তু পুরসভা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: তাজপুর সমুদ্র বন্দর নিয়ে এবার গ্লোবাল টেন্ডার রাজ্য সরকারের, বাদ পড়বে কি আদানি?
আজকের শুনানিতে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়, অবিলম্বে ওই ৮টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। পানীয় জলের পরিষেবা এবং সিইএসসি’র বিদ্যুৎ পরিষেবা দ্রুত বন্ধ করে দিতে হবে। উচ্ছেদের সময় কোনও সমস্যা হলে কলকাতা পুলিশ তাদের প্রয়োজনীয় সাহায্য করবে। উচ্ছেদের পর ওই সম্পত্তি অবিলম্বে ভেঙে ফেলতে হবে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ উপযুক্তভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা কলকাতা পুরসভা, পুলিশ এবং সিইএসসি নজরদারি করবে বলেও নির্দেশে বলা হয়েছে।