স্কুলে পানীয় জলের সংযোগ নেই। যার ফলে কার্যত পুকুরের জল পান করতে হয় পড়ুয়াদের। সেই সংক্রান্ত একটি মামলায় দুসপ্তাহের মধ্যে স্কুলে পানীয় জলের সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে স্কুলে শৌচাগার মেরামত করতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। এই সংক্রান্ত কাজ সম্পন্ন হওয়ার পর ছবি সহ রিপোর্ট আদালতে জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: মিড ডে মিলের চাল চুরি করে বাড়ি নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন প্রধান শিক্ষিকা
মামলার বয়ান অনুযায়ী, এমন অবস্থা দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের একটি প্রাথমিক স্কুলের। সেখানে পানীয় জলের সংযোগ না থাকার ফলে সমস্যার কথা এর আগে স্থানীয় প্রশাসনের কাছে জানানো হয়। স্থানীয় পঞ্চায়েত থেকে এসে শুরু করে বিডিও, জেলা শাসকের কাছে এ বিষয়ে বারবার দরবার করেছেন স্থানীয়রা। তা সত্ত্বেও আট বছর ধরে চলতে থাকে এরকম পরিস্থিতি। সমস্যার কোনও সমাধান না হওয়ায় অবশেষে সুরাহা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিভাবকরা। তাদের অভিযোগ ছিল, শুধুমাত্র পড়ুয়াদের পুকুরের জল খেতে হয় তাই নয়, স্কুলের মিড মিলের রান্নাও পুকুরের জল দিয়ে করা হয়। সেক্ষেত্রে বিভিন্ন রোগের আশঙ্কা করেন অভিভাবকরা।স্কুলে এরকম সমস্যা নিয়ে তারা সরব হন। তাছাড়া স্কুলের শৌচাগার নিয়ে অভিযোগ তোলেন অভিভাবকরা। সে ক্ষেত্রে শিক্ষা মহলের বক্তব্য, স্কুলে পড়াশোনার পাশাপাশি পরিচ্ছন্নতা ও জরুরী। কীভাবে দিনের পর দিন স্কুলে এরকম পরিস্থিতি চলে আসল? তাই নিয়ে উঠেছে প্রশ্ন।