সদ্য কেন্দ্রীয় ফরমান অনুযায়ী আজ থেকে বেড়ে গিয়েছে জাতীয় সড়কে টোল ট্যাক্স। আর তার মধ্যেই আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নয়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। সেই নির্দেশে বলা আছে, জাতীয় এবং রাজ্য সড়কগুলিতে নির্দিষ্ট বিধি মেনে ব্যারিকেড ব্যবহার করতে হবে। কারণ এই জাতীয় এবং রাজ্য সড়কগুলিতে নিত্যদিন পথ দুর্ঘটনা ঘটে। তাই রাজ্য সরকারকে এই বিষয়ে নির্দেশিকা জারি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই বিষয়টি নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। তার শুনানি চলাকালীনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যা নিয়ে এখন চর্চা তুঙ্গে।
শুধু যে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ঘটে এমন নয়। উড়ালপুলেও পথ দুর্ঘটনা ঘটে থাকে। তবে উড়ালপুল নিয়ে কলকাতা হাইকোর্ট কোনও নির্দেশ দেয়নি। কারণ উড়ালপুলে নানা যন্ত্র যেমন বসানো থাকে তেমন পুলিশের টহলও দেওয়া হয়। যার ফলে তীব্র গতিতে যাওয়া সম্ভব হয় না। এই বেপরোয়া গতিতে যানবাহনের দাপট দেখা যায় রাজ্য সড়ক এবং জাতীয় সড়কগুলিতে। গাড়ির গতি কমানোর জন্য ব্যারিকেড দেওয়া হয়ে থাকে। এগুলি জাতীয় এবং রাজ্য সড়কগুলিতেও থাকে। কিন্তু তা নিয়ম মেনে থাকে না বলেই পথ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। তাই ধ্রুব মুখোপধ্যোয় নামে এক ব্যক্তি দায়ের করেন জনস্বার্থ মামলা। সেখানে দাবি করা হয়, জাতীয় সড়কগুলিতে কোনও আইন না মেনে যেখানে–সেখানে ব্যারিকেড দেওয়া থাকে। তাই রোজই পথ দুর্ঘটনা ঘটছে। কোনও নির্দিষ্ট বিধি মানা হচ্ছে না।
আরও পড়ুন: বাজেট অধিবেশনে অনুপস্থিত তিরিশ জনের বেশি বিধায়ক, সশরীরে হাজিরার ফরমান তৃণমূলের