
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
এবার গরমের মধ্যে রাস্তায় ধস নেমে গেল। সল্টলেকের এই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে বাসিন্দাদের মনে। কারণ সেন্ট্রাল পার্ক নেতাজি আইল্যান্ডে রাস্তায় ধস নেমেছে। আজ, বৃহস্পতিবার সকালে রাস্তায় একটা বিরাট গর্ত দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আর তা থেকেই বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখছেন সকলে। বিধাননগর পুরনিগমের একটা বড় অংশ জুড়ে খানাখন্দে ভরা রাস্তা আছে। আর আজ সেন্ট্রাল পার্ক নেতাজি আইল্যান্ডের সামনে রাস্তায় ধস নেমে বড় গর্ত তৈরি হয়েছে। সল্টলেকের সুকান্তনগর চিংড়িঘাটা উড়ালপুলের এই রাস্তায় ধস দেখতে পান গাড়ির চালকরা। সব মিলিয়ে আতঙ্ক দেখা দিল।
এদিকে ইএম বাইপাস থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী সুকান্তনগর চিংড়িঘাটা উড়ালপুল অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এখান থেকেই সোজা রাস্তা গিয়েছে সেন্ট্রাল পার্কে। ওই উড়ালপুলের উপর দিয়ে গাড়ি যাতায়াত করতেই থাকে। সেখানে সুকান্তনগরের দিকে বড় বড় গর্ত দেখা দিয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউ গড়িয়া–এয়ারপোর্ট মেট্রোর কাজের জন্যই এমন ঘটনা ঘটেছে। মেট্রো কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। সল্টলেকের বিভিন্ন প্রান্ত জুড়ে রয়েছে এরকম একাধিক গর্ত রয়েছে। পুরসভার ঢিল ছোড়া দূরত্বে এমন সব গর্ত দেখা দিয়েছে।
অন্যদিকে ধস নেমেই এমন গর্ত তৈরি হয়েছে। একদিকে সেন্ট্রাল পার্ক নেতাজি আইল্যান্ডে ধস নেমেছে। অন্যদিকে সুকান্তনগর চিংড়িঘাটা উড়ালপুল সংলগ্ন রাস্তায় ধস নেমে গর্তের সৃষ্টি হয়েছে। তাই এখানকার মানুষের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে। এবার এই গর্তের আকার অনেকটাই বড় হওয়ায় সবাইকে ভাবিয়ে তুলেছে। এখানে এখন গাড়ির গতি কমিয়ে দেওয়া হয়েছে। যদিও মেট্রো কর্তৃপক্ষের থেকে এখনও কোনও সাড়া মেলেনি। তবে বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে। এই গর্তের ফলে পথ দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, আগে সল্টলেকের পূর্বশ্রীর সামনে রাস্তায় ধস নেমেছিল। তা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছিল। এবার একাধিক জায়গায় ধস নেমে গর্ত করে দেওয়ায় শোরগোল পড়ে গিয়েছে। মেট্রোর কাজের জন্য বউবাজারের একাধিক বাড়ি থেকে রাস্তায় ধস নেমেছিল এবং ফাটল দেখা গিয়েছিল। এছাড়া পোস্তা উড়ালপুলের দুর্ঘটনা এবং মাঝেরহাট ব্রিজের বিপর্যয় এখনও কেউ ভুলতে পারেননি। সেখানে সল্টলেকের একাধিক জায়গায় এমন ঘটনা ঘটায় আতঙ্কিত মানুষজন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
৳7,777 IPL 2025 Sports Bonus