সেক্টর ফাইভে বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলছে, এলেন মন্ত্রী
2 মিনিটে পড়ুন Updated: 02 May 2025, 03:16 PM ISTআবার আগুন। বড়বাজারের হোটেলের আগুনের ক্ষত শুকোয়নি এখনও। এবার সেক্টর ফাইভের কারখানায় আগুন।

আবার শহরে বিধ্বংসী আগুন। সেক্টর ফাইভের ফ্লেক্স তৈরির কারখানায় ভয়াবহ আগুন। একের পর এক বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। অফিস পাড়ায় একেবারে ভয়াবহ পরিস্থিতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এটা ফ্লেক্স তৈরির কারখানা। সেখানে দাহ্য পদার্থে ঠাসা রয়েছে। সেখানে একের পর এক বিস্ফোরণ হচ্ছে। দাউ দাউ করে লেলিহান শিখা গ্রাস করছে কারখানাকে।
এদিকে সামনের একটি নির্মীয়মান বহুতল থেকে জল দেওয়ার চেষ্টা করা হয়। তবে সেটা যথেষ্ট নয়। প্রথমে দমকলের একটা ইঞ্জিন আসে। পরে আরও ইঞ্জিন আসে। অন্তত ৫টা জায়গা থেকে জল দেওয়ার চেষ্টা করা হয়। দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে এসেছেন। সুজিত বসু জানিয়েছেন, এখানে হলোগ্রাম তৈরি হয়। প্রচুর রাসায়নিক আছে। একটু সময় লাগবে। মনে হচ্ছে কেউ আটকে নেই।
সূত্রের খবর, ওই কারখানার মধ্য়ে দাহ্য় পদার্থ একেবারে ঠাসা রয়েছে। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকলের ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু আগুন নেভাতে গিয়ে রীতিমতো হিমসিম খায় দমকল। এক জায়গা থেকে জল দেওয়ার চেষ্টা করা হয়। দেখা যায় অন্য় জায়গায় আগুন জ্বলছে।
ঘটনার খবর পেয়েই দমকলমন্ত্রী এলাকায় যান। তিনি জানিয়েছেন যেখানে আগুনের সোর্স সেখানকার জায়গাটি অত্যন্ত গরম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সব চেষ্টা করা হচ্ছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports