জাত – পাতের বিভেদ করে না তাঁর সরকার। বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিকে উড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভিনরাজ্যের মানুষকে ভোটের সময় কী ভাষায় রাজ্যের শাসকদল আক্রমণ করেছে তা ভোলেননি রাজ্যবাসী।এদিন দিলীপবাবু বলেন, শাসকদলের বিধায়ক বলেছেন, এক বিহারী শ’ বিমারি। বিধানসভা নির্বাচনের সময় ভিনরাজ্য থেকে আসা নেতাদের উত্তরপ্রদেশের গুন্ডা বলেছিলেন তিনি। এরাজ্যে থাকলে না কি বাংলা বলতেই হবে।বুধবার BGBS 2022-র উদ্বোধনী অধিবেশনে রাজ্যের শিল্প সম্ভাবনার কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি দাবি করেন, জাত – পাত – ধর্মের ভিত্তিতে বিভাজন করে না তাঁর সরকার।এদিনের অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শিল্পপতিদের রাজ্যে শিল্পস্থাপনের আহ্বান জানান তিনি। অধিবেশনে হাজির ছিলেন দেশের তাবড় শিল্পপতিরা। এদিন সকালে রাজ্যের এই শিল্প সম্মেলনকে ‘টাকার শ্রাদ্ধ’ বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।