দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের দিন সাক্ষাতের পর প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শনিবার নিউ টাউনের ইকো পার্কে মর্নিং ওয়াক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বড়বাজারের আগুন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, সমস্যার সমাধান করা মমতার লক্ষ্য নয়। মমতার লক্ষ্য রাজনীতি করা।
দিলীপবাবু এদিন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় গিয়ে একটা কথা বলে দিয়ে আসেন। এই করে দেব, সেই করে দেব। কোনও দিন পিছনে তাকান না। কোনও দিন করেনও না। নাহলে এরকম দুর্ঘটনা হত না। বেআইনি কাজ ধরতে অভিযান চালানো মুখ্যমন্ত্রীর কাজ না কি? ওনার আধিকারিকরা কেন দেখেন না? উনি খালি মাইলেজ নিতে যান। এমন ভাব করেন যে সব জায়গায় উনিই কাজ করছেন। মনে করুন, মুখ্যমন্ত্রী হওয়ার এক মাসের মধ্যে উনি সমস্ত হাসপাতাল চষে ফেলেছিলেন। তার পর কি হাসপাতালে দালাল রাজ, ওষুধ বিক্রি, আরজি করের মতো ঘটনা কি বন্ধ হয়েছে? উনি পলিটিক্যাল গিমিক করেন। দেখিয়ে দিলেন উনি বিরাট কিছু। ১৫ বছর হয়ে গেল, সেদিন আর আজকের মধ্যে এই প্রাথমিক পরিষেবাগুলোর কী পরিবর্তন হয়েছে? আর হবেও না। উনি চান না পরিবর্তন করতে। উনি রাজনীতি করতে চান।’
গত মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার বড়বাজারের ঋতুরাজ হোটেলে আগুন লাগে। ওই ঘটনায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে ১৩ জনের মৃত্যু হয়। হোটেলের ১ কর্মীর মৃত্যু হয় পাইপ বেয়ে নামতে গিয়ে। ঘটনার পরদিন ছিল দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধন। বৃহস্পতিবার দিঘা থেকে ফিরে ঘটনাস্থলে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর সেখানে দাঁড়িয়ে কলকাতায় খোলা ছাদে যত রেস্তোরাঁ রয়েছে তা বন্ধ করার নির্দেশ দেন তিনি।