বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে ২২ জানুয়ারি রাত ১২টা থেকে। রেলসেতুর মেরামতি করা হবে। সেকারণে বুধবার মাঝরাত থেকে আংশিক বন্ধ থাকবে বালি ব্রিজ। বিবেকানন্দ সেতু বালি ব্রিজ বলেই পরিচিত। তবে নিবেদিতা সেতু আপাতত ভারী গাড়ি চলাচলের জন্য ব্যবহার করা হবে। তবে সেখানে বাইক সহ অন্য ছোট যান উঠতে পারবে না।
হাজার হাজার মানুষ বালি স্টেশন থেকে নেমে এই বালি ব্রিজ দিয়েই এয়ারপোর্টের দিকে আসেন। আবার ফেরার সময় রোজ এই বালি ব্রিজ দিয়েই যান হাজার হাজার মানুষ।সেই ব্রিজ আংশিক বন্ধ থাকবে চারদিন ধরে। ২২ জানুয়ারি বুধবার রাত ১২টা থেকে আংশিক বন্ধ হচ্ছে বালি ব্রিজ। এরপর ২৭শে জানুয়ারি সোমবার ভোর ৪টে পর্যন্ত এই বালি ব্রিজ বন্ধ থাকবে।
পরিবহণ দফতরের তরফে নির্দেশিকা পাওয়ার পরেই হাওড়া পুলিশ কমিশনারেটের তরফে এনিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর জেরে স্বাভাবিকভাবে আগামী কয়েকদিন এই রুট দিয়ে যাতায়াতের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে সাধারণ মানুষের। সূত্রের খবর, বালির দিকে যাওয়ার লেন ২২শে জানুয়ারি রাত ১২টা থেকে বন্ধ করা হবে। ওই লেনে আগামী ২৭শে জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত বন্ধ থাকবে।
এই নির্দেশিকার জেরে কীভাবে যান নিয়ন্ত্রণ করা হবে?
এই নির্দেশিকার জেরে বালি ব্রিজের উপর দিয়ে বালিঘাট থেকে বালি হল্টের মধ্যে যে লেন সেখানে কোনও গাড়ি চলবে না। দক্ষিণেশ্বর থেকে বালিঘাটের লেনও বন্ধ থাকবে। এর জেরে এই লেন দিয়ে দক্ষিণেশ্বর থেকে হাওড়াগামী যাত্রীবাহী গাড়ি চলবে না।