পঞ্চায়েত নির্বাচনে সাফল্য ধরে রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ‘পিডিএস’ পরিকল্পনা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। রাজ্যের গরিব–মধ্যবিত্ত মানুষের কাছে একধিক সরকারি পরিষেবা পৌঁছে দিতে আগামী ৯ ফেব্রুয়ারি বড় কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। তাই রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকায় একযোগে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস কর্মসূচি নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার হাওড়ার পাঁচলা থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন।
বিষয়টি ঠিক কী হতে চলেছে? রাজ্যের ২৯৪টি বিধানসভায় এই কর্মসূচি নিয়ে বাংলার মানুষের হাতে না পাওয়া প্রকল্প তুলে দেবেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। শহর ও জেলায় একযোগে এই কর্মসূচি শুরু হবে। আবার যে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেই সেখানে বিডিও এবং দলের পুরপ্রধান–পঞ্চায়েত প্রধানরা এই দায়িত্ব পালন করে মানুষের হাতে প্রকল্প তুলে দেবেন। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এটা নিঃসন্দেহে মাস্টারস্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
ঠিক কী বলছেন মন্ত্রী? এই গোটা বিষয়টি মানুষের স্বার্থে নেওয়া হচ্ছে। তাই কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘আমার বিধানসভা কেন্দ্র খড়দার গ্রামীণ ও শহর এলাকায় দুটি কর্মসূচি হবে। দুটি কর্মসূচি একসময়ে হওয়ায় আমি গ্রামীণ এলাকায় উপস্থিত থাকব। মুখ্যমন্ত্রীকে তা জানিয়ে দিয়েছি।’ আজ ৮ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ দিয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। কিন্তু ৯ ফেব্রুয়ারি বিধানসভায় কোনও অধিবেশন রাখা হয়নি। আগামী ৯ ফেব্রুয়ারি সরকারি এই বিশেষ কর্মসূচি যাতে তৃণমূল কংগ্রেসের সব বিধায়করা উপস্থিত থাকতে পারেন তাই বিধানসভায় কোনও অধিবেশন রাখা হয়নি।