আজ, শনিবার বিকেলে তিনি ছাদে উঠেছিলেন। সেখান থেকে পড়ে যান। তখন স্থানীয়রা তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। কিন্তু পরে ওখান দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক এই দৃশ্য দেখে তাঁকে উদ্ধার করে এবং হাসপাতালে পাঠান। এই বিমানসেবিকাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
বিমানসেবিকা দেবপ্রিয়া বিশ্বাস।
এবার প্রাক্তন বিমানসেবিকার রহস্যমৃত্যু নিয়ে শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আজ, শনিবার ইএম বাইপাসের ধারে মেট্রোপলিটনে প্রাক্তন বিমানসেবিকার রহস্যমৃত্যু সামনে আসে। আবাসনের পাঁচতলা ফ্ল্যাটের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে বিমানসেবিকার দেহ। এটা খুন না আত্মহত্যা সেটা খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ। নেপথ্যে অন্য কোনও ঘটনাও থাকতে পারে বলে মনে করছেন পুলিশ অফিসাররা।
ঠিক কী ঘটেছে ইএম বাইপাসে? স্থানীয় সূত্রে খবর, প্রাক্তন এই বিমানসেবিকা আগে কাতার এয়ারওয়েজে চাকরি করতেন। ২০১৯ সালেও তিনি কর্মরত ছিলেন। লকডাউনের পর থেকে তিনি আর কাজ করছিলেন না। এই বিমানসেবিকার নাম দেবপ্রিয়া বিশ্বাস। আজ, শনিবার বিকেলে তাঁর দিদির ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে যান তিনি। তবে এই পড়ে যাওয়াকে স্বাভাবিক হিসাবে দেখতে নারাজ পুলিশ। তাঁরা গোটা বিষয়টির তদন্তে নেমেছেন।