একেবারে ৬ কোটি টাকার হেরোইন সমেত এক মাদক কারবারিকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এই মাদক কারবারি কুখ্যাত বলে জানা যাচ্ছে। কলকাতার সিঁথি থানা এলাকা থেকে মাদক কারবারি গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গ্রেফতার হওয়া মাদক কারবারির কাছ থেকে ১ কেজি ৩৪১ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারদর ৬ কোটি টাকা।এসটিএফ সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে আসা মাদক পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এই খবরটি গোপনে পেয়েছিল এসটিএফ। তার পরেই নামা হয় অপারেশনে। সেই তথ্যের উপর ভিত্তি করেই এসটিএফের অফিসাররা এলাকায় পৌঁছে যায়। তখন একটি গাড়িতে প্রচুর পরিমাণ মাদক নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িটির নম্বর এইচআর ১৩ এন ৯১২৪। তথ্যের সঙ্গে গাড়ির নম্বর মিলে যেতেই সেভেন ট্যাংকস লেনে গাড়িটিতে তল্লাশি চালায় এসটিএফ। ধরা পড়ে যায় মাদক কারবারি। কে এই মাদক কারবারি? পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া মাদক কারবারির নাম প্রাণ বসাক ওরফে প্রেম। মধ্যবয়সের লোকটি ঝাড়খণ্ডের দক্ষিণ বেগমগঞ্জের বাসিন্দা। এই ব্যক্তি দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত। এমনকী বিভিন্ন রাজ্যে পাচার করে থাকে মাদক দ্রব্য। আন্তঃরাজ্য মাদক পাচেরের সঙ্গে সে জড়িত বলে মনে করা হচ্ছে।ইতিমধ্যেই ধৃতকে দফায় দফায় জেরা করা শুরু হয়েছে। আর এই মাদক কারবারিকে জেরা করেই মাথাকে দরতে চাইছে এসটিএফ। কয়েকদিন আগেও কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এমন মাদক পাচার চক্রের হদিশ পেয়েছিল। তার সঙ্গে এই প্রাণ বসাকের কোনও যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আজ, শনিবার এই মাদক কারবারিকে আদালতে তোলা হবে।