তিন বছর কেটে গিয়েছে। একশো দিনের কাজ করে টাকা মেলেনি গ্রামের গরিব শ্রমিক মজুরদের। কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা এই ১০০ দিনের কাজের টাকা। কিন্ত সেটা দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। একশো দিনের কাজ বাবদ যে টাকা মিলেছে সেটা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই বকেয়া টাকা না পাওয়ার প্রতিবাদে আজ, শনিবার সল্টলেকের বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন একশো দিনের কাজ করা শ্রমিকরা। তাঁদের অভিযোগ, গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের জন্য এই টাকা না পাওয়ায় সমস্যায় পড়েছেন বড় অংশের জবকার্ড হোল্ডাররা। কেন কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ রেখেছে? তুললেন প্রশ্ন।
আজ, শনিবার বাংলার নানা জেলা থেকে ক্ষেতমজুর সংগঠনের শ্রমিকরা জড়ো হন বিজেপি অফিসের সামনে। আর তাতেই চমকে যান উপস্থিত বিজেপি নেতা–কর্মীরা। পরিস্থিতি বেগতিক দেখে বেরিয়ে আসেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য। আর এই ক্ষেতমজুরদের প্রতিনিধিদলকে বিজেপি অফিসে একটি ডেপুটেশন দেওয়ার সুযোগ করে দেন। একইসঙ্গে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য সকলের সঙ্গে দেখা করেন এবং এই বিষয়ে ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হবেন বলে তাঁদের জানান। যেখানে এই একশো দিনের কাজের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলেই টাকা আটকে আছে বলে এতদিন বলেছিলেন বিজেপি নেতারা।
আরও পড়ুন: বনগাঁয় গ্রেফতার পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী, নকল পরিচয়পত্র তৈরি করে প্রবেশ
আসলে রাজ্য সরকার টাকা দিয়ে দিলেও কেন্দ্রীয় সরকার কেন প্রাপ্য দিল না? সেটা নিয়েই জবাব চাইতে এসেছিলেন একশো দিনের কাজ করা শ্রমিকরা। তাঁদের মনে হয়, এটা আসলে তাঁদের সঙ্গে প্রতারণা করার সামিল। তাই শ্রমিকদের অভিযোগ, গত তিন বছর ধরে এই প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার না দেওয়ায় সমস্যায় পড়েছেন বিভিন্ন জেলার কয়েক লক্ষ শ্রমিক এবং তাঁদের পরিবার। এই প্রকল্পের আওতায় তাঁদের জীবন অনেকটাই নির্ভরশীল ছিল। কিন্তু বছরের পর বছর ধরে কেন্দ্রীয় সরকার এই মনরেগার টাকা না দেওয়ায় বহু শ্রমিক আজ চরম বিপদের মধ্যে রয়েছেন। এমনকী খাবারের টাকাও জোগাড় করতে পারছেন না তাঁরা।