হিংসার আঁচে গত কয়েকদিন ধরে তপ্ত ছিল উত্তর-পূর্ব দিল্লি। এদিন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সেখানে এখনও শশ্মানের নিস্তব্ধতা। সেই দিল্লির ঘটনা নিয়ে বেফাঁস মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুন : বন্দে মাতরম স্লোগানে শেষ বিদায় IB অফিসার অঙ্কিতকে, উঠল CAA পন্থী স্লোগানও
এদিন কলকাতায় সাংবাদিক বৈঠকে দিল্লির প্রসঙ্গ তুলে সাংবাদিকরা জানান, দিল্লির অনেক জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলা চালানো হলেও পরবর্তীতে সেই ধর্মস্থান রক্ষা করেছেন ভিন ধর্মের মানুষরা।
আরও পড়ুন : IB অফিসারকে ৪০০ বার কোপানো হয়েছিল, দাবি দিল্লির BJP সভাপতির
সেই প্রসঙ্গে দিলীপ বলেন, 'এটা আন্তরিকভাবে হলে খুব ভালো কথা। যাঁরা বলতেন জাতীয় পতাকা হাতে নেবেন না, তাঁরা এখন জাতীয় পতাকা হাতে নিয়ে দেশের সম্পত্তি লুঠ করছেন। আগুন লাগাচ্ছেন। যাঁরা আগে বলতেন বন্দে মাতরম গাইব না, তাঁদের মধ্যে প্রতিযোগিতা লেগে যাচ্ছে। মাইক্রোফোন কেড়ে নিয়ে কে আগে বন্দে মাতরম বলবেন। আমার মনে হয়, এটা ভালো পরিবর্তন।'
আরও পড়ুন : দিল্লির হিংসার মধ্যে সম্প্রীতির নজির, মুসলিম বিয়ের কার্ডে গণেশ,রাধা-কৃষ্ণের ছবি