ক্রমেই উদ্বেগ বাড়ছে গিলেন বা সিন্ড্রোম ঘিরে। সদ্য বারাসতে এক দ্বাদশ শ্রেণির পড়ুয়ার মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছে নেপথ্যের কারণ হিসাবে। এরপরই জগদ্দলে এক কিশোরের মৃত্যু ঘিরে সেই আতঙ্ক ফের উস্কে গেল। জগদ্দলের দেবকুমার সাউয়ের বয়স ১০ বছর। আর তার আকস্মিক মৃত্যু ঘিরে উঠছে বহু প্রশ্ন।
প্রায় ১ সপ্তাহ ধরে বিসি রায় হাসপাতালে ভর্তি ছিল বছর ১০র দেবকুমার সাউ। গত ২৬ জানুয়ারি ওই কিশোরের মৃত্যু হয়েছে। বিসি রায় হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পাল জানিয়েছেন, অল্প দিনই বিসি রায় হাসপাতালে ভর্তি ছিল ওই দেবকুমার সাউ। তিনি জানান,'খুব খারাপ অবস্থায় এসেছিল। গত ২৬ জানুয়ারি মারা গিয়েছে। ভেন্টিলেশন সাপোর্ট দিয়েও আমরা কিছু করতে পারিনি।' জানা যাচ্ছে, বিসি রায় হাসপাতালে আরও ২ জন রোগী এই রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে।
এদিকে, দেশ জুড়ে গিলেন বা সিনড্রোম ঘিরে উদ্বেগ বাড়ছে। পুনেতে ইতিমধ্যেই শতাধিক আক্রান্তের খবর এসেছে। এক জনের মৃত্যুর খবরও পুনে থেকে এসেছে। এই পরিস্থিতিতে রাজ্যে পর পর এই মৃত্যুর খবরে বেশ উদ্বেগ তৈরি হয়েছে। তবে রাজ্য সরকারের তরফে সদ্য জানানো হয়েছে, এই রোগ নতুন কিছু নয়। তবে রাজ্য সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে।
অন্যদিকে, হুগলির ধনিয়াখালিতে জিবি সিন্ড্রোমে আক্রান্ত হয়েছে সন্জেহ করে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে, খবর, কলকাতা মেডিক্যাল কলেজে তাঁকে নিয়ে আসা হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, ওই ব্যক্তির বয়স ৪৮ বছর। প্রশ্ন উঠছে, যে ওই ব্যক্তি কি গিলেন বা সিন্ড্রোমে আক্রান্ত?
( LACতে নিঃসাড়ে সেনা-শক্তি, পরিকাঠামো জোরালো করছে চিন! দিল্লি-বেজিং কূটনৈতিক কথার মাঝেও সক্রিয় PLA)
এদিকে, বিসি রায় হাসপাতালে যে ২ শিশু ভর্তি রয়েছে, তাদের মধ্যে ১ জন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তবে আরেকজনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। সে ভেন্টিলেশনে রয়েছে বলে খবর। এছাড়াও পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভেন্টিলেশনে রয়েছে ৮ ও ৯ বছরের দুই বালক। জানা যাচ্ছে, এদের মধ্যে একজন এক মাস ধরে ভেন্টিলেশনে রয়েছে বলে খবর।