
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রকাশ্য রাস্তায় তাণ্ডব চালালো এক যুবক। পথ চলতি মানুষের উপর একের পর এক এলোপাথারি চপারের কোপ দিল ওই যুবক। ঘটনায় কমপক্ষে ৬ জন জখম হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের বাতানপাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে ওঠেন মানুষজন। শেষমেষ তাকে ধরে ফেলেন এলাকার কিছু যুবক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন যুবক এই ধরনের কাণ্ড ঘটালো সে বিষয়টি স্পষ্ট নয়। তবে স্থানীয়দের অনুমান, ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। স্থানীয়রা ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সেখ সফি। বাতানপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকতো। সফি পেশায় একজন রিক্সা চালক। তবে সে অধিকাংশ সময় নেশায় বুঁদ হয়ে থাকত। গতকাল সন্ধ্যেবেলাতেও সে নেশা করেছিল। এরপর রাস্তায় বেরিয়ে পথ চলতি মানুষকে একের পর এক কোপাতে শুরু করে। তা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠেন স্থানীয়রা। তবে শেষমেশ তাকে এলাকার কিছু যুবক ধরে ফেলে। যদিও ততক্ষণে তার চপারের কোপে ৬ জন জখম হন। পরে স্থানীয়রা তার কাছ থেকে চপার কেড়ে নেয় এবং তাকে বেধড়ক মারধর করে। পরে খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। ঘটনায় বর্ধমান থানার পুলিশ সফিকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। প্রসঙ্গত, গতকালই মালদহের একটি স্কুলে বন্দুক, অ্যাসিড নিয়ে ঢুকে পড়েছিল এক যুবক। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই বাতানপাড়ায় যুবকের ওই তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছড়ায়।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সন্ধ্যা হলেই প্রতিদিন নেশা করতো সফি। এর আগেও সে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। ওই যুবক নেশার ট্যাবলেট খেয়ে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে বলে দাবি স্থানীয়দের। স্থানীয় এক বাসিন্দা জানান, পথ চলতি মানুষকে এবং বাড়িতে ঢুকে কোপাতে শুরু করে সফি। তাকে কিছুতেই আটকানো যাচ্ছিল না। তাকে থামানোর জন্য পাড়ার ছেলেরা তাকে মারধর করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দিনের বেলাতে সফি রিক্সা চালালেও তাকে দেখে বোঝা যায় না। সে ভাড়া ঠিকঠাক নেই। তবে রাত হলে সফি রিক্সা চালায় না। সে নেশায় মত্ত হয়ে ওঠে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
6.88% Weekly Cashback on 2025 IPL Sports