শিলিগুড়ি সাফারি পার্কে রয়েছে কিক্কা। সম্প্রতি সে দুটি শাবকের জন্ম দিয়েছিল। তবে জমানোর পর থেকে শাবক দুটি দুর্বল ছিল। তাদের চিকিৎসা চলছিল। কিন্তু তাদের বাঁচানো সম্ভব হয়নি। তারপরেই কিক্কার যক্ষ্মা রোগ থাকার বিষয়টি সামনে আসে।
সাদা বাঘ।
শিলিগুড়ি সাফারি পার্কের বাঘিনী কিক্কা অনেকদিন ধরে অসুস্থ। তাঁর কলকাতায় এনে চিকিৎসা করার চিন্তাভাবনা করা হচ্ছে। আলিপুর চিড়িয়াখানায় উন্নত চিকিৎসালয় রয়েছে। সেখানেই বাঘিনীকে নিয়ে এসে চিকিৎসার কথা ভাবছে বনদফতর। সাদা বাঘ সম্প্রতি দুটি শাবক জন্ম দিয়েছিল সে। তবে সেই শাবকের গায়ে ছিল হলদে ডোরাকাটা দাগ। তারপরেই কিক্কার শারীরিক অসুস্থতার বিষয়টি সামনে আসে। জানা যায়, যক্ষা রোগে আক্রান্ত ওই বাঘিনী।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি সাফারি পার্কে রয়েছে কিক্কা। সম্প্রতি সে দুটি শাবকের জন্ম দিয়েছিল। তবে জমানোর পর থেকে শাবক দুটি দুর্বল ছিল। তাদের চিকিৎসা চলছিল। কিন্তু তাদের বাঁচানো সম্ভব হয়নি। তারপরেই কিক্কার যক্ষ্মা রোগ থাকার বিষয়টি সামনে আসে। তবে তাকে আলিপুর চিড়িয়াখানার চিকিৎসালয়ে আনা হবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ শনিবার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সেখানে যেতে পারেন। উল্লেখ্য, জন্মগত সমস্যা রয়েছে ওই বাঘিনীর। তার পিছনের পা দুটির উল্টোদিকে ভাঁজ হয়। তাছাড়া কোমরের নিচের অংশ আগের থেকে অনেকটাই দুর্বল হয়েছে। এই পরিস্থিতিতে তার চিকিৎসার জন্য প্রথমে কড়া ওষুধ প্রয়োগ করা হয়েছিল। কিন্তু তাতে লাভ হয়নি উলটে হাঁটুর নিচের অংশে ক্ষয় ধরা পড়েছিল। এই অবস্থায় শাবক প্রসব করার পরেই আরও দুর্বল হয়ে পড়ে কিক্কা।