Biron Biswas joins TMC: বাম-কংগ্রেস জোটে ইতি? না কি বাইরনের ‘বাই’ ‘বাই’য়ে ফের শূন্য থেকে শুরু
2 মিনিটে পড়ুন Updated: 29 May 2023, 08:52 PM ISTChiranjib Paul
বড় আশা করে বাম-কংগ্রেস জোট সাগরদিঘি মডেলকে সামনে এনেছিল। কিন্তু সংসদীয় রাজনীতিতে ভোটে জয় শেষ কথা নয় তার পরও কতগুলো অধ্যায় থাকে।
জোটের ভবিষ্যৎ কী?
বাম-কংগ্রেস জোটের 'সবে ধন নীলমণি' বাইরন বিশ্বাস তৃণমূল যোগ দিয়েছেন। যে বাইরনের জয়ে বাতাস লেগেছিল জোটের পালে। যিনি সাগরদিঘিতে জেতার পর প্রথমবার বিধানসভায় পা রেখে বলেছিলেন, 'এক থেকে এবার একশ হব।' উল্টো পথে হাঁটলে যে সেটা যে শূন্য হয়ে যায় সেদিন তিনি তা বলেন নি। তিন মাসের মধ্যে তা করে দেখালেন।
বড় আশা করে বাম-কংগ্রেস জোট সাগরদিঘি মডেলকে সামনে এনেছিল। কিন্তু সংসদীয় রাজনীতিতে ভোটে জয় শেষ কথা নয় তার পরও কতগুলো অধ্যায় থাকে। যে অধ্যায়গুলি আজকাল প্রায়শই অনুশীলন হচ্ছে। জয়ের তিন মাস পর দল বদল করে সেটাই মনে করিয়ে দিলেন।
তাহলে জোটের ভবিষ্যৎ কী? যে কংগ্রেস নিজের দলের লোকেদের ধরে রাখতে পারে না, তাদেক সঙ্গে কি জোট করে আদৌ লক্ষ্যে পৌঁছনো যাবে? কারণ, আবার কোনও কংগ্রেস প্রার্থী জিতলে সে যদি আবার তৃণমূল বা অন্য দলে যোগ দেয়? বাইরনের দল ছাড়ার পর সাগরদিঘি মডেলের ভিত কি নড়বড়ে হয়ে গেল না? এ রকম একগুচ্ছ প্রশ্ন সামনে এসেছে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার পর।
কী বললেন অধীর
বাইরনের যোগদানের খবর সামনে আসার পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরীর প্রথম প্রতিক্রিয়া ছিল একটু গরম। পরে অবশ্য তিনি নরম হয়ে বলেন,'বাইরন নন-পলিটিক্যাল, ওকে পছন্দ করতাম। ও নিজে এসে বলে এলাকায় কাজ করতে চায়। আমি হাইকমান্ডের অনুমতি নি নিয়ে সর্বসম্মতিক্রমে ওকে দলের প্রার্থী করেছি।' ভোটের আগে ও পরে মিটিং-মিছিলে বাইরনকে সে ভাবে দেখা যেত না তার কারণ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি,'ও একটু দুর্বল, সুগার আছে। সবসময় মিটিং, মিছিল করতেও পারেনি। কিন্তু ও জিতে বুঝিয়ে দিয়েছিল তৃণমূলকে হারানো যায়।' তবে তিনি বেশি দিন থাকবেন না সেটাও জানতেন অধীর চৌধুরী। তিনি বলেন,'আমরা জানতাম, ওকে এভাবে একদিন টেনে নেওয়া হবে।' দিদি যে দল ভাঙানোর খেলায় সিদ্ধহস্ত, তা সারা ভারত জানে।'
২০২১-এ বাম-কংগ্রেস-আইএসএফ জোটে একমাত্র সাফল্য ছিল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। সেই জোট কি আগের মতো মজুবত আছে তা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। এই তো কিছুদিন আগে বাম-কংগ্রেস জোটের সভা হল বীরভূমে। কিন্তু সেখানে ডাক পড়েনি আইএসএফ-এর। যদিও বিধায়ক নওশাদ সিদ্দিকি মনে করেন তাঁরা এখনও জোটের সঙ্গে আছেন। তাই বাইরনের তৃণমূলে যোগদানের পর যখন তাঁকে জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। তখন তিনি বলেন, 'উনি যদি ভেবে থাকেন, উনি চলে যাওয়ার ফলে আমাদের ভোট কমে যাবে, তা ভুল। আমরা যেমন লড়াই করছি, তেমনই চালিয়ে যাব।'