গন্তব্যে দাঁড়াবে না জেনে শ্রমিক স্পেশ্যাল ট্রেন থেকে ঝাঁপ দিলেন পরিযায়ী শ্রমিক। চেন টেনে তাঁর পিছু নিলেন আরও ৭ জন। শনিবার বিকেলে জলপাইগুড়ি জেলার বেলাকোবায় হায়দরাবাদ-অসম শ্রমিক স্পেশ্যাল ট্রেনের চলন্ত কামরা থেকে লাফ দিয়ে নেমে পড়েন এক পরিযায়ী শ্রমিক। তার পরেই ট্রেনের চেন টেনে নেমে পড়েন আরও সাত শ্রমিক।নেমে পড়া শ্রমিকদের বাধা দেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন আরপিএফ-কে। অভিযুক্ত শ্রমিকদের আটক করার পরে থার্মাল স্ক্রিনিং করা হয়। এর পর তাঁদের বেলাকোবা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়।জানা গিয়েছে, ৮ শ্রমিকের মধ্যে ৬ জনের বাড়ি উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায়। বাকি দুই জন আলিপুর দুয়ার জেলার বাসিন্দা।২০১৯ সালে দুর্গাপুজোর সময় তাঁর আট জন কাজ নিয়ে বেঙ্গালুরু গিয়েছিলেন বলে জানিয়েছেন ধৃত শ্রমিকরা। লকডাউনের জেরে কাজ বন্ধ হযে গেলে তাঁরা বাড়ি ফিরতে হায়দরাবাদ থেকে শ্রমিক স্পেশ্যাল ট্রেনে সওয়ারি হন। কিন্তু ট্রেনটি পাঞ্জিপাড়ায় থামেনি। পরে নিউ জলপাইগুড়িতে গাড়ি থামলেও তাঁদের নামতে দেওয়া হয়নি। তখনই তাঁরা জানতে পারেন যে, সেই ট্রেন অসম যাচ্ছে। বিপাকে পড়ে তাই বেলাকোবার কাছে পৌঁছে ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়েন এক শ্রমিক। তাঁর ৭ সঙ্গী চেন টেনে ট্রেন থামিয়ে কামরা থেকে নামেন। কিন্তু স্থানীয় বাসিন্দাদে তৎপরতায় শেষ পর্যন্ত থানার হাজতে তাঁদের ঠাঁই হয়েছে।