হিরণ বিতর্ক যেন শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। রবিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এক কর্মসূচিতে গিয়ে খড়্গপুর সদরের বিধায়ক জানিয়েছিলেন, ভোটে জেতার পরই তাঁকে বলে দেওয়া হয়, তাঁর কোনও সিনেমাই মুক্তি পেতে দেওয়া হবে না। তার পাল্টা হিসাবে সোমবার তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কো-অর্ডিটের অজিত মাইতি হিরণকে হুঁশিয়ারি দিয়ে বললেন, বেশি বাড়াবাড়ি করলে অভিনেতার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের ভিডিও ফাঁস করে দেবেন।গত শনিবারই এক সংবাদিক বৈঠক করে হিরণ জানিয়ে দেন তিনি বিজেপি ছাড়ছেন না। তাঁর যে ছবি প্রকাশিত হয়েছিল তা বিকৃত করা। ২০২১ সালের পর থেকে তাঁর সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে কোনও দেখা হয়নি। এর পর পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিজেপি বিধায়ক ফের নতুন বিতর্ক উস্কে দিয়ে বলেন, 'বাংলার সব থেকে বড় প্রযোজক মুখ্যমন্ত্রীর মনোনয়নপত্রে সই করেন। আমি ভোটে জেতার পর ওই প্রযোজক আমায় ফোন করে বলেন, তুই জিতেছিস আমি খুশি হয়েছি। কিন্তু তোকে নিয়ে ছবি করলে তা রিলিজ করব কী করে? আসলে ওরা নিরুপায়'। বিধায়ক আরও বলেন,'এখন ওরা ছবি নিয়ে রাজনীতি করছেন। এর পর হয়তো ভিডিও আনবে।'এর পরই সোমবার অজিত মাইতি (যাকে ভাইরাল হওয়া ছবিতে হিরণের পাশে বসে থাকতে দেখা গিয়েছিল।) সেই ভিডিও সামনে আনারই হুঁশিয়ারি দিলেন হিরণকে। তিনি বলেন,'ছবি সামনে এনে একটা তথ্য দিয়েছি। এরপর ও বেশি বাড়াবাড়ি করলে অভিষেকের সঙ্গে ওর কথোপকথন দিয়ে দেব। অভিষেক কী বলেছে,ও কী বলেছে, আমি কী বলেছি, কুড়ি মিনিট ধরে কী কথা হয়েছে সব বাইরে আনব।'সিনেমার মুক্তি পাওয়া নিয়ে হিরণ যে মন্তব্য করেন সে প্রসঙ্গেও অজিত মাইতি বলেন, 'হিরণকে কাজ দেওয়া হচ্ছে না এটা সত্য নয়। আসলে ও সিনেমা করার যোগ্যতা হারিয়েছে।'(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)