পথে দেখা হলেই বনগাঁর এক বাসিন্দা তরুণীকে সহবাসের প্রস্তাব দিত তিন যুবক বলে অভিযোগ। কিন্তু তরুণী তাতে পাত্তা না দিয়ে এড়িয়ে যেতেন বারবার। কিন্তু রবিবার রাতে এই সহবাসের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করার পরই নেমে এল ওই তরুণীর উপর হামলা। তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার বনগাঁয় এই ঘটনার পর তরুণী পুলিশে অভিযোগ করেন। আর সেই অভিযোগ পেয়ে এই ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
ঠিক কী অভিযোগ তরুণীর? ওই তরুণীকে তিনজনের সঙ্গে সহবাস করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ওই তরুণীর অভিযোগ, ‘আমি কাফে থেকে কাজ সেরে ওষুধ কিনে বাড়ি ফিরছিলাম। তখন তিনটি ছেলে আমার পথ আটকায়। কুপ্রস্তাব দেয়। ওদের দেখে আমি স্কুটি ঘুরিয়ে ফেলেছিলাম। কিন্তু ওরা এসে হাত ধরে টানাটানি শুরু করে। আমি হাত ছাড়িয়ে বেরতে গেলে আমার গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়। ওরা আমাকে কয়েকদিন ধরে অনুসরণ করছিল। আমাকে উত্যক্তও করত। কিন্তু ওদের কাউকে আমি আগে থেকে চিনি না। আমি থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশ তিনজনকে ধরে জিজ্ঞাসাবাদ করছে।’
আর কী জানা যাচ্ছে? এই তরুণীর শাশুড়ি বলেন, ‘আমার ছেলের সঙ্গে ওর রেজিস্ট্রি হয়েছে কিছুদিন আগে। আগামী ডিসেম্বর মাসে ওদের বিয়ে হবে। কিন্তু রবিবার রাতে কয়েকজন ওকে আটকে গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়েছে। খারাপ কথা বলেছে। এই ঘটনার পর মেয়েটি আতঙ্কে ছুটে আসে আমার কাছে। তখনও গা থেকে কেরোসিন তেলের গন্ধ বেরোচ্ছিল। আমরা চাই, ও যেন সুস্থ, স্বাভাবিকভাবে বাঁচতে পারে।’ এই ঘটনায় বনগাঁ জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে।