ফের শিশুচুরি গুজবের শিকার হলেন এক মহিলা। এবার নিজের সন্তানকেই চুরির অভিযোগে এক মহিলাকে চলন্ত ট্রেনে গণধোলাই দিলেন সহযাত্রীরা। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে বিরাটি স্টেশনে। যদিও পুলিশ জানিয়েছে, যে মহিলার বিরুদ্ধে শিশুচুরির অভিযোগ উঠেছে তিনি আসলে শিশুটির মা।
আরও পড়ুন - জঙ্গি হাবিবুল্লারহের সঙ্গে যোগ! সন্দেহে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার যুবক
পড়তে থাকুন - খড়গপুরে প্রকাশ্যে চলল গুলি, পার্টি অফিসের পাশেই গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
বুধবার সকালে শিয়ালদাগামী দত্তপুকুর লোকাল বিরাটি স্টেশনে থামলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এক মহিলাকে ট্রেনের মহিলা কামরা থেকে নামিয়ে মারধর শুরু করেন সহযাত্রীরা। তাদের দাবি, ওই মহিলা বাজারের ব্যাগে করে একটি ৭ মাসের শিশুকে নিয়ে যাচ্ছিলেন। ব্যাগের মধ্যে কোনও কিছু নড়তে দেখে সহযাত্রীদের সন্দেহ হয়। তখন তাঁরা মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কিন্তু মহিলা কোনও সদুত্তর দিতে পারেননি। এর পর ব্যাগ খুলে দেখা যায় তার ভিতরে রয়েছে একটি ৭ মাসের শিশু। সঙ্গে সঙ্গে ট্রেনের ভিতরে মহিলাকে নিগ্রহ শুরু করেন অন্য যাত্রীরা। বিরাটি স্টেশনে ট্রেন থামলে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। একদল যাত্রী মহিলাকে মারধর করতে থাকেন। আরেক দল রেল অবরোধ করেন। সঙ্গে সঙ্গে GRP পৌঁছয়। তাদের হাতে ওই মহিলা ও শিশুকে তুলে দেওয়া হয়। এর জেরে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।
আরও পড়ুন - ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বধূকে দিঘা বেড়াতে যাওয়ার প্রস্তাব তৃণমূল নেতার
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিমতা থানার পুলিশ। মহিলা ও শিশুকে উদ্ধার করে নিয়ে আসে রেল পুলিশ। এর পর মহিলাকে জেরা করেন জিআরপির আধিকারিকরা। তাতেই উঠে আসে আসল তথ্য। জানা যায়, শিশুচুরির গুজবের জেরে চলন্ত ট্রেনে মা-কেই তাঁর সন্তান চুরিতে দায়ী করে গণধোলাই দিয়েছে জনতা। শিশুকে বাজারের ব্যাগে ভরে নিয়ে যাওয়ার যে অভিযোগ যাত্রীরা করেছিলেন তারও কোনও সত্যতা পায়নি পুলিশ। মা ও শিশুটিকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।