
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
হিংসা কবলিত রিষড়ায় ঢুকতে গিয়ে ফের বাধার মুখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার দুপুরে দিল্লি রোডের দিক থেকে রিষড়ায় ঢোকার চেষ্টা করেন তিনি। ডানকুনি থানা এলাকার জগন্নাথপুর মোড়ে ব্যারিকেড করে তাঁকে আটকায় পুলিশ। তবে বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতিকে কেন আটকানো হয়েছে তার কোনও জবাব দিতে পারেনি পুলিশ।
সোমবার রাতের হিংসার পর মঙ্গলবার দুপুরে আক্রান্তদের সঙ্গে দেখা করতে রিষড়া ঢোকার চেষ্টা করেন সুকান্তবাবু। সঙ্গে ছিলেন পুরুল্যার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পথে ডানকুনি থানা এলাকার জগন্নাথপুর মোড়ে সুকান্তবাবুর কনভয় আটকায় পুলিশ। এর পর পুলিশকে একের পর এক প্রশ্নে বিদ্ধ করেন সাংসদ। সাংসদের কোনও প্রশ্নের জবাব দিতে পারেননি ঘটনাস্থলে থাকা পুলিশ আধিকারিক। শুধুমাত্র জানান, শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ।
এর পর সংবাদমাধ্যমকে সুকান্তবাবু বলেন, পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছে না। ওদিকে আক্রান্তদেরই গ্রেফতার করছে। তাদের সঙ্গে দেখা করতে গেলে আমাদের বাধা দিচ্ছে। এই এলাকায় ১৪৪ ধারা জারি নেই। তবু আমাকে বাধা দেওয়া হল। তৃণমূল সরকার ফ্যাসিবাদের চরম সীমায় পৌঁছে গিয়েছে।
তিনি বলেন, গত রাতে রিষড়ায় আমাদের কাউন্সিলরের দফতর ভাঙচুর হয়েছে। তখন পুলিশ কোথায় ছিল? ওখানে ১৪৪ ধারার মধ্যে দুয়ারে সরকার চলছে। তার মানে ১৪৪ ধারা লাগু করাটা রাজনৈতিক সিদ্ধান্ত। প্রশাসনিক সিদ্ধান্ত হলে দুয়ারে সরকার হওয়ার কথা নয়। এই সরকারের আয়ু শেষের পথে। বাংলার মানুষের আর এই সরকারের ওপর ভরসা নেই।
৳7,777 IPL 2025 Sports Bonus