প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য স্কুলের দরজা খুলে দেওয়ার দাবি জানালো এসইউসিআই। এই দাবিতে এসইউসিআইয়ের শাখা সংগঠনের সর্মথকরা আজ সোমবার নদিয়ার কৃষ্ণনগরে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ মিছিল করলেন । কিছুদিন আগেই প্রাথমিক বিদ্যালয় খোলার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এসইউসিআইয়ের শাখা সংগঠন এমএসও এবং বিএসও। এরপর আজ সোমবার কৃষ্ণনগর ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ মিছিল করেছে এসইউসিআই। গত সপ্তাহে স্কুল খুলেছে শুধুমাত্র অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য। এই শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ক্লাস হচ্ছে স্কুলে। যার মধ্যে অধিকাংশ পড়ুয়ার টিকাকরণ সম্পন্ন হয়েছে। অন্যদিকে, প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য আজ সোমবার থেকে চালু হয়েছে পাড়ায় শিক্ষালয়। যেখানে স্কুলের বাইরে খোলা আকাশের নিচে বা বড় কমিউনিটি হলে পড়ুয়াদের ক্লাস নেওয়া হচ্ছে। মূলত করোনা সংক্রমণের কারণেই কচিকাঁচা এবং অন্যান্য পড়ুয়াদের খোলামেলা জায়গায় ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাড়ায় শিক্ষালয়ে পড়ুয়াদের মিড-ডে-মিলও দেওয়া হচ্ছে।এসইউসিআইয়ের শাখা ছাত্র সংগঠনের দাবি, দীর্ঘ দুই বছর ধরে স্কুল বন্ধ রয়েছে। কিন্তু, রাজ্য সরকার অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুললেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখেছে। আমরা সরকারের এই নির্দেশিকার বিরোধিতা করছি। আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়গুলি খুলে দেওয়া হোক। তাদের প্রশ্ন, করোনা পরিস্থিতির মধ্যেও পৌর নির্বাচনের কারণে বিভিন্ন রাজনৈতিক দলগুলি মিছিলের নামে জমায়েত করছে। সেই জায়গায় কেন স্কুল খোলা হচ্ছে না? তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এসইউসিআইয়ের ছাত্র সংগঠন।