কেন্দ্রের পাঠানো টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে না দিয়ে বছরের পর সুদ আদায় করছে রাজ্য সরকার। আর সেই সুদের টাকায় চলছে খেলা, মেলা, উৎসব আর মুখ্যমন্ত্রীর বিদেশ সফর। বিজেপি দফতরে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সময়সীমা বেঁধে দিয়ে শুভেন্দুবাবু বলেন, ৩১ মার্চের মধ্যে টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে না পৌঁছলে দিল্লি গিয়ে অভিযোগ করব।
আরও পড়ুন - মাটির সহনক্ষমতার বাইরে বর্জ্য, বেলগাছিয়া ভাগাড় নিয়ে বিপদের আশঙ্কা বিজ্ঞানীদের
আরও পড়ুন - তৃণমূল কংগ্রেস আয়োজিত ইফতারে নেতা–কর্মীদের মেনুতে বৈষম্য, অভিযোগ অন্দরে
আরও পড়ুন - যুবককে উত্তর কলকাতার যৌনপল্লিতে আটকে চলল ব্ল্যাকমেল, মোটা টাকা নিতেই গ্রেফতার
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে ১৮ অক্টোবর ২০২৩। এই ধাপ্পাবাজ, ফেরেপবাজ, চিটিংবাজ সরকার ২ বছর টাকার সুদ খেয়েছে। ১০ হাজার টাকা করে আশা কর্মীদের ফোন কেনা জন্য প্রায় ১০১ কোটি টাকা দিয়েছিল কেন্দ্র। এই টাকার সুদে ২ বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রীর ছবি ছাপিয়েছে। খেলা মেলা ইত্যাদিতে খরচ করেছে।’ বলে রাখি, ২০২৫ -২৬ অর্থবর্ষের বাজেটে রাজ্য সরকার কাজ্যের আশা কর্মীদের মোবাইল ফোন কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। যদিও কেন্দ্রীয় বরাদ্দের টাকায় দেশের প্রায় সমস্ত রাজ্যের আশা কর্মীরা ২ বছর আগেই ট্যাবের টাকা পেয়ে গিয়েছেন।