এবারের ছুটিতে শান্তিনিকেতন যাবেন ভাবছেন? আর শান্তিনিকেতন মানেই তো সোনাঝুড়ির হাট। কিন্তু এবার সেই সোনাঝুড়ির হাট আর সপ্তাহের সাত দিন খোলা থাকবে না। কবে খোলা থাকবে হাট সেটা আগাম জেনে নিন।
সেই সঙ্গেই জানা গিয়েছে বনদফতরের জায়গা থেকে এখনই সরছে না সোনাঝুড়ির হাট। তবে এবার থেকে আর সাত দিন নয়, এবার থেকে মাত্র চারদিন বসবে সোনাঝুড়ির হাট।
সেই সঙ্গেই বনদফতরের তরফে বলা হয়েছে, সোনাঝুড়ির হাট বসলেও জঙ্গলের যাতে কোনও ক্ষতি না হয় সেটা দেখতে হবে।
শান্তিনিকেতনে যাওয়া মানেই অনেকেরই অন্য়তম টান থাকে একবার সোনাঝুড়ির হাটে যাওয়া। সেই হাটে বহু মানুষ তাঁদের পসরা নিয়ে বসেন। বিভিন্ন গ্রামীণ শিল্পীরা তাঁদের লোকশিল্পের নানা ধরনের উপাদান নিয়ে আসেন সেই হাটে। পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হল এই হাট। কিন্তু সেই হাট এবার আর সাতদিন বসবে না।
এবার থেকে এই হাট কেবমাত্র শুক্র, শনি, রবি ও সোমবার বসবে। তার বাইরে হাট বসবে না। সেক্ষেত্রে ছুটির দিনে যারা শান্তিনিকেতনে বেড়াতে আসবেন তাঁদের কিছুটা সুবিধা হবে। তবে শুক্রবার ও সোমবারও খোলা থাকবে সোনাঝুড়ির হাট।