আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সাঁতরাগাছি সেতুতে যান নিয়ন্ত্রণ করা হবে। মানুষের সুবিধার জন্য বড়দিনের আগেই সাঁতরাগাছি সেতু খুলে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগে নবান্নের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, বড়দিন এবং ইংরেজি নববর্ষের আগেই সাঁতরাগাছি সেতু মেরামতির কাজ দ্রুত শেষ করতে হবে।
সাঁতরাগাছি সেতুতে চলছে মেরামতির কাজ শেষ
বড়দিনের আগেই দুর্ভোগ থেকে মুক্তি মিলতে চলেছে। রাত পোহালেই সকাল থেকে খুলে যাবে সাঁতরাগাছি সেতু। চালু হয়ে যাবে পুরোপুরি যান চলাচল। কিছুদিন আহে শুরু হয়েছিল সাঁতরাগাছি সেতুতে কাজ। এবার মেরামতির জন্য নিয়ে আসা জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজ চলছে। আগামীকাল, শুক্রবার থেকেই আবার সেতুতে স্বাভাবিক নিয়মে যান চলাচল করবে। আর সেখানে থাকবে না কোনও বিধিনিষেধ। স্বস্তি ফিরবে নিত্যযাত্রীদের যাতায়াতে।
গত ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি সেতুর উপর যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল৷ হাওড়া দিয়ে কলকাতায় আসার জন্য সাঁতরাগাছি সেতুর গুরুত্ব অপরিসীম। সেই সেতুতে সংস্কারের কাজ চলছিল বলে অসুবিধায় পড়তে হয় যাত্রীদের। গত প্রায় ১ মাসের বেশি সময় ধরে বিপুল যানজট হচ্ছিল সেখানে। তবে বড়দিনের আগেই সেই দুর্ভোগ কেটে যেতে চলেছে।