গরু পাচার কাণ্ডে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল গ্রেফতারের পরেই একের পরে কটাক্ষের বন্যা বইয়ে দিয়েছেন বিরোধীরা। এবার অনুব্রতকে প্যারোডি করে আক্রমণ করলেন অভিনেতা তথা বিজেপির রাজ্য কালচারাল সেলের প্রধান রুদ্রনীল ঘোষ। তাঁর কটাক্ষ , ‘দিদির কাছ থেকে অনুব্রত রাখি বেঁধে যেতে পারলেন না।’ প্যারোডি করে তিনি বলেন, ‘অনুমাধব অনুমাধব তোমার বাড়ি যাবো। অনুমাধব রাখিতে রাখি কি আমরা পাব!’
রাখি বন্ধন উৎসবের দিনেই অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। বনগাঁয় রাখিবন্ধন উৎসবে যোগ দিয়ে অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বাংলায় রাখিকে বড় করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বীরভূমের মাটিতে ছিলেন রবীন্দ্রনাথ তারপর জুটে গিয়েছেন এই ভদ্রলোক অনুব্রত মণ্ডল। তবে বড্ড খারাপ লাগলো যে উনি দিদির কাছ থেকে রাখি পরে যেতে পারলেন না। জানি না পার্থদা আর উনি রাখি নিয়ে কী আলোচনা করবেন।’ রাখির মতো পবিত্র দিনে এমন একটা খবর বাংলাকে গৌরবান্বিত করেছে বলেই তিনি মন্তব্য করেন। এছাড়াও অনুব্রতর জেলে থাকা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, ‘বালতি কিংবা গামছা চুরি করে যারা জেলে রয়েছে তারা এবার কোথায় যাবে!’ প্যারোডি করে শাসক দলকে আক্রমণ এই প্রথম নয়। এর আগে ও রুদ্রনীল প্যারোডি করে অনুব্রত মণ্ডল এবং শাসকদলকে বিঁধেছেন।