শতাব্দী এক্সপ্রেসে ঢিল ছোড়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করল আরপিএফ। তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে শতাব্দী এক্সপ্রেস এ ঢিল ছোড়ার কথা অস্বীকার করেছে যুবক। আরপিএফকে ওই যুবক জানিয়েছে, ওভার হেডের তারে পাখি ছিল। সেটিকে লক্ষ্য করেই ঢিল ছুড়তে গিয়ে শতাব্দী এক্সপ্রেসে লেগে যায়। পূর্ব বর্ধমানের কিশোরকণা গ্রাম থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। এরপর ওই যুবককে তোলা হয় বর্ধমান আদালতে।
শতাব্দী এক্সপ্রেস পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল গত ২৩ জানুয়ারি। বর্ধমানের ঝাপটেরঢাল স্টেশেনের কাছে শতাব্দী এক্সপ্রেস ঢিল ছোড়া হয়েছিল। সেই পাথর গিয়ে লেগেছিল শতাব্দী এক্সপ্রেসের এলিট ক্লাসের কাঁচের জানলায়। তাতে ভেঙে গিয়েছিল জানলার কাঁচ। এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। পরে এ বিষয়টি জানতে পেরে তদন্ত শুরু করে আরপিএফ। তদন্তে নেমেও অভিযুক্তকে গ্রেফতার করা যথেষ্ট কঠিন ছিল। তদন্তে নেমে আরপিএফ জানতে পারে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে কয়েকজন খেলা করছিল। তখন তাদের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত সম্পর্কে জানতে চায় আরপিএফ। কিন্তু, তাতে বিশেষ কাজ হয়নি। পরে প্রত্যক্ষদর্শীর খোঁজ পায় আরপিএফ। তারাই তখন অভিযুক্ত যুবকের খোঁজ দেয়। অবশেষে ওই যুবককে গ্রেফতার করে আরপিএফ।