বড়দিনের আগে থেকে নতুন বছর শুরু হওয়া পর্যন্ত প্রতিবছরই উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটনকেন্দ্রে পর্যটকদের ঢল নামে। গত কয়েকবছরে করোনার জেরে এই পর্যটনে কিছুটা ভাটা পড়েছিল। তবে এবার একেবারে গিজ গিজ করছে ভিড়। আর সেই পর্যটকদের ভিড় সামলাতে, তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে ট্যুরিস্ট বন্ধু নামে বিশেষ বাহিনী তৈরি করেছে পুলিশ।বড়দিনের আগেই এই ট্যুরিস্ট বন্ধু নামে বিশেষ বাহিনী চালু করা হয়েছে। মালবাজারে এই বিশেষ বাহিনীকে ইতিমধ্যেই নামানো হয়েছে। ২৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত এই ভ্রাম্যমান ট্যুরিস্ট বন্ধুরা কাজ করছে। মূলত পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই তাঁরা নজরদারি করবেন। দুটি বড় গাড়ি ও ৫টি স্কুটি নিয়ে এই ট্যুরিস্ট বন্ধু নামে বিশেষ বাহিনী তৈরি করা হয়েছে। শনিবারই আনুষ্ঠানিকভাবে ডুয়ার্সে এই ট্যুরিস্ট বন্ধুর সূচনা করা হয়েছে। ঠিক কী করবেন এই ট্যুরিস্ট বন্ধুরা?সূত্রের খবর, এবার বড়দিনে দলে দলে পর্যটকরা ডুয়ার্সমুখী হয়েছেন। শীতের রোদ গায়ে মেখে মূর্তি নদীতে পা ডুবিয়ে বড়দিনের আনন্দে গা ভাসাচ্ছেন পর্যটকরা। জঙ্গল সংলগ্ন লজগুলিতে একেবারে ঠাঁই নেই অবস্থা। বিভিন্ন বেসরকারি কটেজে পর্যটকদের ভিড় উপচে পড়েছে। সরকারি লজগুলিতেও পর্যটকদের ভিড় রয়েছে। আর সেই ভিড় সামাল দিতেই কাজ করবে ট্যুরিস্ট বন্ধু বাহিনী। কোনওভাবে পর্যটকরা সমস্যা পড়লেই হাজির হবেন ট্যুরিস্ট বন্ধুরা।এদিকে এবার বড়দিনের আগে থেকেই ডুয়ার্সে পর্যটকদের একেবারে গিজগিজ করছে ভিড়়। চিলাপাতা, জলদাপাড়া, বক্সা ব্য়াঘ্র প্রকল্প, আলিপুরদুয়ারের একাধিক বনাঞ্চলে বেড়াতে যাওয়ার জন্য যেন কার্যত ঝাঁপিয়ে পড়েছেন পর্যটকরা।এদিকে জলদাপাড়ায় বেড়াতে গেলে অনেকেরই শখ থাকে হলং বনবাংলোতে রাত কাটানোর। কিন্তু সেখানকার ৮টি রুমের মধ্যে ৫টি রুমে পর্যটন দফতরের কাছ থেকে বুকিং পাওয়া যায়। কিন্তু সেখানেও হতাশ হয়ে ফিরতে হচ্ছে পর্যটকদের। সেখানে সব রুমই কার্যত আগাম বুকিং করা রয়েছে।অন্যদিকে আলিপুরদুয়ার জেলার অধিকাংশ বনাঞ্চল সংলগ্ন বেসরকারি রিসর্ট, বনবাংলোগুলি জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বুকিং করা রয়েছে। তবে অধিকাংশ হোমস্টেগুলিও কানায় কানায় পূর্ণ। সেক্ষেত্রে আগাম বুকিং করে তারপর বেড়ানোর প্ল্যান ঠিক করার ব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে বিভিন্ন মহলের তরফে।এদিকে এবার চিলাপাতার সিসি লাইনের প্রতি পর্যটকদের বাড়তি আকর্ষণ রয়েছে।এখানে তোর্ষার চরে একশৃঙ্গ গন্ডার, হরিণ, ও হাতি দেখার জন্য ঢল নেমেছে পর্যটকদের।