বাংলা–ঝাড়খন্ড সীমানার ডুবুডি চেকপোস্ট সংলগ্ন এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। পুলিশ ও প্রশাসনকে বলে কোনও লাভ হয়নি। উলটে এখানে একের পর এক পথ দুর্ঘটনা ঘটতে থাকে। সেটা জানানো হলেও কোনও সুরাহা হয়নি। সেখানে আজ আবার পথ দুর্ঘটনা ঘটেছে। এমনকী তাতে মারাত্মক কোনও ঘটনা ঘটেছে।
পুলিশের উপর চড়াও হন উত্তেজিত জনতা।
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল আসানসোলের ২ নম্বর জাতীয় সড়কের বাংলা–ঝাড়খন্ড সীমানার ডুবুডি চেকপোস্ট। এই পথ দুর্ঘটনায় উত্তেজিত জনতা ভাঙচুর করল ২ নম্বর জাতীয় সড়কের উপর পুলিশের ব্যারিকেড। নাকা চেকিংয়ের অফিসের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের জিপ ভাঙচুর করা হয়। একাধিক মোটরবাইক ভাঙচুর করা হয়। এমনকী কয়েকজন পুলিশ কর্মীকে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। তার জেরে আহত হন কয়েকজন পুলিশকর্মী বলে খবর।
এদিকে পুলিশ পোস্টও ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী এবং কমবেট ফোর্স। তখন উত্তেজিত জনতা পুলিশ আসতেই পালিয়ে যায়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ওয়েস্ট অভিষেক মোদী, কুলটি এসিপি সুকান্ত বন্দ্যোপাধ্যায়–সহ বিশাল পুলিশ বাহিনী।
বাংলা–ঝাড়খন্ড সীমানার ডুবুডি চেকপোস্ট সংলগ্ন এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। পুলিশ ও প্রশাসনকে বলে কোনও লাভ হয়নি। উলটে এখানে একের পর এক পথ দুর্ঘটনা ঘটতে থাকে। সেটা জানানো হলেও কোনও সুরাহা হয়নি। সেখানে আজ আবার পথ দুর্ঘটনা ঘটেছে। এমনকী তাতে মারাত্মক কোনও ঘটনা ঘটেছে। যা পুলিশ চেপে যাচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তবে ঠিক কী ঘটেছে? সেটা স্থানীয়রাও বলতে পারেননি।