কাটোয়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল টুরিস্ট বাসটি। কিন্তু, শনিবার বিকেল নাগাদ বাসটিকে সেখানে না দেখে এক ব্যক্তি বাসের মালিক সুজয় খানকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি তড়িঘড়ি বাসস্ট্যান্ডে গিয়ে দেখেন বাসটি সত্যি সত্যি সেখানে নেই।
টুরিস্ট বাস চুরি। প্রতীকী ছবি
মোবাইল বা বাইক চুরি নয়, কাটোয়া বাসস্ট্যান্ড থেকে চুরি হয়ে গেল আস্ত একটি টুরিস্ট বাস। বাসটি চুরি করে সোজা নদিয়ায় চলে আসে চোর। যদিও শেষ রক্ষা হয়নি। বাসে থাকা জিপিএসের সাহায্যে অবশেষে চোরকে ধরে ফেলে পুলিশ। একইসঙ্গে বাসটিকেও উদ্ধার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে। ঘটনায় মোট একজনকে গ্রেফতার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটোয়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল টুরিস্ট বাসটি। কিন্তু, শনিবার বিকেল নাগাদ বাসটিকে সেখানে না দেখে এক ব্যক্তি বাসের মালিক সুজয় খানকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি তড়িঘড়ি বাসস্ট্যান্ডে গিয়ে দেখেন বাসটি সত্যি সত্যি সেখানে নেই। এরপর বাসে লাগানো জিপিএস ট্র্যাক করে তিনি বাসটির অবস্থান জানার চেষ্টা করেন। তখন তিনি জানতে পারেন বাসটি নদিয়ার নবদ্বীপের দিকে যাচ্ছে। ঘটনায় তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। তৎপরতার সঙ্গে পুলিশ নবদ্বীপের রেল লাইনের কাছে জোড়া ব্রিজের পাশ থেকে বাসটি উদ্ধার করে। সেখানেই চোরকেও গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, চোর বাস নিয়ে পালালেও তাতে যে জিপিএস ট্র্যাকার বসানো রয়েছে তা থেকেই জানা সম্ভব হয় বাসটি কোনদিকে যাচ্ছে বা কোথায় রয়েছে? এরফলে বাসের সন্ধান পেতে অসুবিধা হয়নি পুলিশের।