কলকাতায় ফের অ্যাপ ক্যাবের দৌরাত্ম্য। ভাড়া নিয়ে বচসার জেরে এক মহিলা যাত্রীকে মারধরের অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সল্টলেকে। অভিযোগ, ঠিক নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর পরই চালক বাড়তি টাকা দাবি করতে শুরু করেন। কিন্তু মহিলা যাত্রী অ্যাপে দেখানো ভাড়ার বাইরে কিছু দিতে রাজি না হওয়ায় পরিস্থিতি চরমে পৌঁছায়। অভিযোগ, কথা কাটাকাটির মাঝেই ওই যাত্রীকে মারধর করেন চালক। এমনকী লাথি মারেন পেটে। আক্রান্ত যাত্রী অভিযোগ জানালে পুলিশ অভিযুক্ত চালক শাহবাজ আলিকে গ্রেফতার করে।
আরও পড়ুন: পার্কিং নিয়ে বচসার জেরে ক্যাব চালককে পিটিয়ে খুন, খাস কলকাতায় হাড়হিম ঘটনা
পুলিশ জানিয়েছে, চালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ১১৫(২) ও ৭৪ ধারায় মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বাগুইআটি থেকে। মহিলা সল্টলেকের ডিএফ ব্লকে যাওয়ার জন্য অ্যাপ ক্যাব বুক করেছিলেন। পুলিশের কাছে তাঁর বয়ান অনুযায়ী, গন্তব্যে পৌঁছানোর পর চালক হঠাৎ করেই অ্যাপে দেখানো ভাড়ার তুলনায় অনেক বেশি টাকা দাবি করেন। তিনি আপত্তি জানালে শুরু হয় বচসা। অভিযোগ, গাড়ি থেকে নামতে গিয়ে চালক তাঁর হাত মুচড়ে দেন এবং পরে পেটে লাথি মারেন। তৎক্ষণাৎ বিধাননগর পুলিশে অভিযোগ দায়ের করেন মহিলা। তদন্তে নেমে পুলিশ চালককে গ্রেফতার করে ও তাঁর গাড়ি বাজেয়াপ্ত করে।
জানা গিয়েছে, অভিযুক্ত চালকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নারায়ণপুর পশ্চিমপাড়ায়। এই ঘটনার জেরে ফের একবার অ্যাপ ক্যাব পরিষেবার নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে মহিলা যাত্রীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। ঘটনায় চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তও চলছে।