জলপাইগুড়ির রানিনগর শিল্পতালুকে খুলে গেল জল কারখানা। আলোচনা সাপেক্ষে সোমবার কারখানার দরজা শ্রমিকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এদিন কারখানার গেটে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেন আইএনটিটিইউসি নেতৃত্ব। তাঁদের দাবি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এদিন কারখানার গেট খুলে দেওয়া হয়েছে। এতে অত্যন্ত খুশি শ্রমিকরা। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল কারখানাটি। নানা জটিলতার জেরে বন্ধ ছিল কারখানাটি। এদিকে মাতৃ বিভারেজ নামে ওই কারখানাটি বন্ধ থাকায় মারাত্মক সমস্যায় পড়ে যায় শ্রমিকরা। অথৈ জলে পড়ে যায় শ্রমিক পরিবারগুলি। এদিকে আর্থিক অনটনের মধ্যে পড়ে যায় শ্রমিক পরিবারগুলি। কীভাবে কারখানা খোলা যায় এনিয়ে বিভিন্ন মহলে যোগাযোগ শুরু করেন তারা। এরপর এদিন কারখানাটি খুলে দেওয়া হয়। স্বাধীনতা দিবসের পরের দিনই কারখানা খোলার আনন্দে খুশি শ্রমিকরা। আইএনটিটিইউসি নেতৃত্ব স্বপন সরকার, তপন রায় প্রমুখ এদিন কারখানার গেটে উপস্থিত ছিলেন। তাঁরা জানিয়েছেন কারখানা খুলে গিয়েছে। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কারখানার গেট খুলেছে। মালিক কারখানা বন্ধ করেছিলেন। শ্রমিকরা সেই কারখানা খুলে দিয়েছেন। এতে সকলেই খুশি। আর কোনও চিন্তার কারণ নেই।