বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Rain Forecast in West Bengal: এই সপ্তাহেই কি ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে? অতি ভারী বর্ষণ হবে উত্তরে
পরবর্তী খবর
Rain Forecast in West Bengal: এই সপ্তাহেই কি ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে? অতি ভারী বর্ষণ হবে উত্তরে
Rain Forecast in West Bengal: আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবল ঘাটতি আছে। ঘাটতির পরিমাণ প্রায় ৩৫ শতাংশ। সেখানে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে।
কবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলবে? কবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নামবে? তা নিয়ে এখনও কোনও আশার আলো দেখাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্তভাবে বৃ্ষ্টি হতে পারে। তাতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটবে না। এখন যেমন অস্বস্তিকর আবহাওয়া চলছে, আগামী পাঁচদিনে তা থেকে রেহাই মিলবে না। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জারি করা হয়েছে সতর্কতা।
সোমবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী ১৪ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের উপরের যে পাঁচটি জেলা (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার) আছে, তার বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি। সেক্ষেত্রে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিঙের কয়েকটি অংশে বেশি কিছুটা বৃষ্টি হবে।’