দিদির দূত কর্মসূচি পালনে গ্রামে গিয়ে তৃণমূলকর্মীর বিদ্রুপের মুখে তৃণমূলেরই বিধায়ক। সোমবার নানুনের ঘিদহ গ্রামে দিদির দূত হয়ে গিয়ে স্থানীয় বিধায়ক বিধানচন্দ্র মাঝির সামনে অজয়ের বাঁধ মেরামতি নিয়ে ক্ষোভ জানান স্থানীয় তৃণমূলকর্মীরাই। এরই মধ্যে এক তৃণমূলকর্মী হাসতে হাসতে বলে বসেন, বাঁধ না থাকলেও চলবে, বালি থাকলেই চলবে।সোমবার সিংহী গ্রামপঞ্চায়েতের ঘিদহ গ্রামে গিয়েছিলেন বিধায়ক বিধানবাবু। স্থানীয় তৃণমূলকর্মীদের সঙ্গে কথা বলছিলেন তিনি। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অজয়ের বাঁধের অবস্থা খারাপ। DVC জল ছাড়লেই বাঁধ টপকে জল ঢুকে পড়ে গ্রামে। বার বার জানিয়েও কাজ হয়নি। পালটা তাঁর পক্ষে কী করা সম্ভব তা দলীয় কর্মীদের বোঝাতে থাকেন বিধায়ক। এরই মধ্যে এক তৃণমূলকর্মী হাসতে হাসতে বলে ওঠেন, বাঁধ না থাকলেও চলবে। বালি থাকলেই হবে। তাতেই পার্টিটা চলবে। একথা শুনে আর বেশিক্ষণ সেখানে থাকেননি বিধায়ক।পরে সাংবাদিকদের বিধানবাবু বলেন, আমি বাঁধ পরিদর্শন করেছি। জেলাশাসকের কাছে এব্যাপারে তৎপর হওয়ার জন্য আবেদনও করেছি। মানুষের মুখ তো বন্ধ করতে পারব না। আমার দায়িত্ব কাজ করে যাওয়া আমি কাজ করে যাব।