মুর্শিদাবাদের লালবাগ একটি ঐতিহ্যশালী শহর। আর সেখানে হাজারদুয়ারি প্যালেস রয়েছে। যেখানে বহু পর্যটক সারাবছর ভিড় করেন। এখান থেকেই কিছুদূরে শতাব্দী প্রাচীন কালীমন্দির রয়েছে। যেখানে স্থানীয় মানুষজন থেকে শুরু করে পর্যটকরা এসে পুজো দেন। সুতরাং এই মন্দিরে সবসময়ই ভক্তদের আনাগোনা আছে। আর তাঁর মধ্যে থেকেই আজ সোমবার সকালে চুরি গেল দেবী মূর্তি–সহ প্রতিমার গায়ের সমস্ত সোনার অলঙ্কার। এই চুরির অভিযোগে আজ মুর্শিদাবাদ থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। মুর্শিদাবাদে লালবাগ শহরের অন্যতম বিখ্যাত এই কালীমন্দিরকে বলা হয় চক কালীবাড়ি। প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অসংখ্য ভক্ত এই মন্দিরে পুজো দিতে আসেন।
স্থানীয় সূত্রে খবর, এমন ঘটনা যে ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারছেন না। কারণ কথিত আছে, এই কালী মন্দিরের মা কালী অত্যন্ত জাগ্রত। ডাকাতরা এই কালী মাকে পুজো করে ডাকাতি করতে যেত। সেটা বহু যুগ আগের কথা। তারপর তা সাধারণ মানুষের হাতে চলে আসে। আর সেখানেই আজ সোমবার সকালে যখন স্থানীয় কজন বাসিন্দা মন্দিরের দরজা খুলে দেবী মূর্তিকে প্রণাম করতে আসেন, তখন তাঁরা দেখতে পান মন্দিরের বেদিতে কালী প্রতিমার মূর্তিটিই নেই। ওই প্রতিমার পরনে থাকা যাবতীয় সোনার অলঙ্কারও গায়েব হয়েছে প্রতিমার সঙ্গেই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মন্দির কমিটির পক্ষ থেকে মুর্শিদাবাদ থানায় খবর দেওয়া হয়।
আরও পড়ুন: স্বামীর প্রেমিকা মেডিক্যাল কলেজে ঢুকে বধূকে হাতুড়ি দিয়ে হামলা, আলোড়ন তুঙ্গে
এই ঘটনা এখন লালবাগ এলাকায় রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এতদিন মন্দির এভাবেই রয়েছে। কিছু কখনও ঘটেনি। এই বিষয়ে মন্দির কমিটির রাহুল মণ্ডল বলেন, ‘শতাব্দী প্রাচীন এই কালী মন্দির কবে তৈরি হয়েছিল আমাদের সেটা জানা নেই। তবে এলাকায় জনশ্রুতি আছে, একদা বাংলার বহু নামকরা ডাকাত, ডাকাতি করতে যাওয়ার আগে এই কালীমন্দিরে পুজো দিয়ে যেতেন। আজ সকালে মন্দির থেকে দেবী মূর্তি এবং অলঙ্কার চুরি যাওয়ার ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করি। তখনই দেখতে পাই ভোর ৪টে নাগাদ একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মন্দিরের মধ্যে প্রবেশ করে এবং মন্দিরের নানা প্রান্তে ঘুরে বেড়ায়।’