কাজ করছে না নতুন সফটওয়্যার, জলপাইগুড়িতে বন্ধ বহু ধোঁয়া পরীক্ষাকেন্দ্র
1 মিনিটে পড়ুন Updated: 07 Nov 2023, 11:52 AM ISTMD Aslam Hossain
রাজ্যে ২ হাজারের বেশি ধোঁয়া পরীক্ষা কেন্দ্র রয়েছে। গাড়ি থেকে দূষণ রুখতে ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে সার্টিফিকেট নিতে হয় মালিকদের। আর না থাকলে পুলিশের কাছে গুনতে হয় জরিমানা। কিন্তু, অনেক ক্ষেত্রে দূষণ পাসের সার্টিফিকেট থাকলেও পুলিশের যন্ত্রে ফেল করছে অনেক গাড়ি।
ধোঁয়া পরীক্ষা কেন্দ্র।
ধোঁয়া পরীক্ষা কেন্দ্রগুলিতে কারচুপি রুখতে নতুন সফটওয়্যার ইনস্টল হয়েছে। কিন্তু, সেই সফটওয়্যারে বিভ্রাট দেখা দিচ্ছে। যার ফলে ধোঁয়া পরীক্ষা করতে গিয়ে সমস্যায় পড়ছেন গাড়ির মালিকরা। এই অবস্থায় গাড়ির ফিটনেস সার্টিফিকেট পেতে গিয়ে সমস্যা হচ্ছে। সে ক্ষেত্রে সার্টিফিকেট না পেলে ট্রাফিক পুলিশ জরিমানা করতে পারে। তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন গাড়ির মালিকরা। অন্যদিকে, সফটওয়্যারে কাজ না হওয়ায় জলপাইগুড়ি জেলার প্রায় সমস্ত ধোঁয়া পরীক্ষাকেন্দ্র বন্ধ রেখেছেন মালিকরা।
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ২ হাজারের বেশি ধোঁয়া পরীক্ষাকেন্দ্র রয়েছে। গাড়ি থেকে দূষণ রুখতে ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে সার্টিফিকেট নিতে হয় মালিকদের। আর না থাকলে পুলিশের কাছে গুনতে হয় জরিমানা। কিন্তু, অনেক ক্ষেত্রে দূষণ পাসের সার্টিফিকেট থাকলেও পুলিশের যন্ত্রে ফেল করছে অনেক গাড়ি। তাতেই একাধিক ধোঁয়া পরীক্ষাকেন্দ্রের বিরুদ্ধে কারচুপির অভিযোগ সামনে আসে। এই অভিযোগ সামনে আসার পরেই রাজ্য পরিবহণ দফতর নয়া সফটওয়্যার নিয়ে আসে। গত ১ নভেম্বর থেকে সেই সফ্টওয়্যার আপডেট করেছে রাজ্য পরিবহণ দফতর। তবে উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া সেই সফ্টওয়্যার ঠিকভাবে ইনস্টল এবং ব্যবহার করতে না পারছেন না ধোঁয়া পরীক্ষাকেন্দ্রের মালিকেরা। এবিষয়ে ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের মালিকদের অভিযোগ, তারা এনিয়ে জলপাইগুড়ির মোটর ভেহিকেল দফতরের আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন। তাদের সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু তাদের সমস্যার সমাধান হয়নি।