আরজি কর কাণ্ডের সময় জুনিয়র ডাক্তাররা রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এর আগে তাঁর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার স্বাস্থ্যসচিবকে আরও ‘সিরিয়াস’ হতে বললেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে মঞ্চ থেকেই তিনি স্বাস্থ্য সচিবকে সিরিয়াস হওয়ার পরামর্শ দেন।আরজি করে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের পর ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই সময় তাঁরা স্বাস্থ্যসচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগের দাবি জানিয়েছিলেন। যদিও পদে বহাল থাকেন তিনি। তবে সম্প্রতি স্যালাইন কাণ্ডের পর ফের তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণ স্বরূপ নিগমকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার স্বাস্থ্যসচিবকে সরাসরি ভর্ৎসনা না করলেও কাজ নিয়ে সতর্ক করেছেন মমতা।সোমবারের সম্মেলনে উপস্থিত ছিলেন প্রায় ২৫০০ জন চিকিৎসক। সামনের সারিতেই বসে ছিলেন স্বাস্থ্যসচিব। বক্তব্যের শেষের দিকে স্বাস্থ্য সচিবকে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের সামনেই সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘নারায়ণ তোমাকে বলব আরও সিরিয়াস হও। তোমাকে বেশ কয়েকজন আইএএস আধিকারিক দেওয়া হয়েছে। তোমাদের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে। তবে তোমরা নিজেদের মধ্যে যোগাযোগটা একটু ভালো রেখো।’ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সামঞ্জস্য রেখেই কাজ করার পরামর্শ দিয়েছেন যাতে আগামিদিনে কোনও সমস্যা না হয়।উল্লেখ্য, স্যালাইন-কাণ্ডে মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। সেই ঘটনায় স্বাস্থ্য সচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। এই ঘটনা সম্পর্কে স্বাস্থ্যসচিবের কাছে জবাবও চান তিনি। নারায়ণকে সিরিয়াস হতে বলার পাশাপাশি স্বাস্থ্য দফতরের দুর্নাম রুখতে আধিকারিকদের আরও উদ্যোগী হতে বলেছেন মমতা। মুখ্যমন্ত্রীর দাবি, স্বাস্থ্য ক্ষেত্রে অনেক কাজ হয়েছে। কিন্তু, একটি বা দু’টি কাজের জন্য অনেকেই সরকারের বদনাম করে। তাই এ নিয়ে সচেতন থাকতে হবে।