কয়লা পাচারকাণ্ডে ইডি তাঁকে একাধিকবার দিল্লিতে তলব করেছিল। সেই তলবকে বেআইনি দাবি করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন আইনমন্ত্রী মলয় ঘটক। তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে তিনি আদালতে দাবি করেন। শনিবার তাঁর আবেদন খারিজ করে দিয়েছে আদালত। একই সঙ্গে তিনি আদালতে রক্ষা কবচের আবেদন করেছিলেন। সেই আবেদনও দিল্লি হাইকোর্ট খারিজ করে দিয়েছে। তবে মন্ত্রীর বয়েসের কথা বিবেচনা করে তাঁকে ইডির দিল্লি অফিসে ডেকে জিজ্ঞাসাবাদের থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইডি চাইলে তাঁকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে তার জন্য মন্ত্রীকে অন্তত ২৪ ঘণ্টা আগে নোটিশ পাঠাতে হবে। মলয় ঘটককে জিজ্ঞাসা করতে গিয়ে ইডিকে যাতে কোনও সমস্যার মুখে পড়তে না হয় তা নিশ্চিত করতে হবে কলকাতা পুলিশ ও রাজ্যের মুখ্য সচিবকে। তাই মন্ত্রীকে পাঠানো নোটিশের কপি পাঠাতে হবে কলকাতা পুলিশ কমিশনার এবং মুখ্য সচিবকে যাতে তাঁরা ইডি আধিকারিকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন। প্রসঙ্গত, ২০২১-এর ১৪ সেপ্টেম্বর প্রথমবার কায়লাপাচার মামলা আইনমন্ত্রীকে তলব করে ইডি। তারপরও তাঁকে একাধিক বার ডেকে পাঠানো হয়। মলয় ঘটক জানান, তাঁকে মানসিক এবং শারীরিক ভাবে হেনস্থা করা হতে পারে। দিল্লিতে তাঁকে ডেকে যাতে জিজ্ঞাসাবাদ না করা হয়, তার জন্যও আবেদন জানান মন্ত্রী। এ দিন দিল্লি হাইকোর্ট মন্ত্রীর আবেদনে বিস্ময় প্রকাশ করে জানায়, ইডি তাঁকে বিগত দু’বছরে ১২ বার ডেকেছিল। এর মধ্যে মাত্র একবার তিনি হাজিরা দেন। বিচারপতি স্বর্ণকান্ড শর্মা রায় এই পর্যবেক্ষণে পর মলয় ঘটকের আবেদন খারিজ করে দেন। এর আইনমন্ত্রী রক্ষাকবচের জন্য আবেদন জানিয়েছিলেন আদালতের কাছে। সেই আবেদনও বিচারপতি খারিজ করে দিয়েছেন।