Madhyamik 2023 graph paper: পরীক্ষাকেন্দ্রেই পৌঁছাল না গ্ৰাফ পেপার। মাধ্যমিক অঙ্ক পরীক্ষার দিন নয়া বিভ্রাট। ভোগান্তির শিকার হল পরীক্ষার্থীরা।
মাধ্যমিক অঙ্ক পরীক্ষার দিন নয়া বিভ্রাট।
মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় চরম ভোগান্তি পরীক্ষার্থীদের। দরকার মতো চেয়েও হাতে পৌঁছোল না গ্ৰাফ পেপার। রাজ্যের নানা প্রান্তের পরীক্ষাকেন্দ্রেই এই সমস্যা হয়েছে বলে দাবি। অথচ প্রশ্নপত্রের শুরুতেই বলা ছিল, প্রয়োজন হলে গ্ৰাফ পেপার দেওয়া হবে। পরিসংখ্যানের বিভাগ থেকে একটি ৪ নম্বরের প্রশ্ন এসেছিল এই দিন। তাতে উল্লেখ ছিল ছক কাগজে (গ্ৰাফ পেপারে) সমাধান করতে হবে এই অঙ্কের।
প্রশ্নে স্পষ্ট করেই উল্লেখ ছিল ‘নীচের পরিসংখ্যা বিভাজনের ক্রমযৌগিক পরিসংখ্যা (বৃহত্তর সূচক) তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করো।’
প্রশ্নে স্পষ্ট করেই উল্লেখ ছিল
প্রশ্ন পড়ার পর সেই মতোই পরীক্ষা কেন্দ্রে ছক কাগজ আশা করেছিল পরীক্ষার্থীরা। কিন্তু পরীক্ষার হল তো দূর, পরীক্ষাকেন্দ্রেই কোনও ছক কাগজ বা গ্ৰাফ পেপার এসে পৌঁছায়নি। এই নিয়ে বেশ ধন্দে পড়ে যান পরীক্ষার সময় হলে উপস্থিত শিক্ষকরা। অন্যদিকে পরীক্ষার্থীরাও বুঝতে পারেনি ওজাইভ কী করে আঁকবে। সাদা কাগজে ওজাইভ আঁকলে তাতে মার্কস পাওয়া যাবে কি না, তা নিয়েও অনেক পরীক্ষার্থী ধন্দে পড়ে যায়।
বিরাটি হাই স্কুলের অঙ্কের শিক্ষক সুমন গোস্বামী বলেন, ‘ওজাইভ ছক কাগজে আঁকার নির্দেশ ছিল পরীক্ষায়। অথচ এর জন্য গ্ৰাফ পেপার দেওয়া হয়নি। একটি গ্ৰাফ পেপার দেওয়া দরকার ছিল।’